একদিন পিছিয়ে বিসিবি ফ্র্যাঞ্চাইজি বৈঠক আজ থেকে

মানবজমিন প্রকাশিত: ১৯ আগস্ট ২০১৯, ০০:০০

ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) সব কিছু নতুন ভাবে শুরু হবে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিদের নতুন করে চুক্তি করতে হবে। তারপর দল সাজানোসহ অন্য কাজকর্মে হাত দিতে হবে। তার আগে দুই পক্ষের  বৈঠক করার কথা ছিল। কিন্তু হয়নি। গতকাল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের কর্তাদের বৈঠক হবার কথা ছিল। সেটা হয়নি। জানা গেছে, ফ্র্যাঞ্চাইজিগুলোই সময় চেয়ে একদিন পিছিয়ে দেয়ার অনুরোধ করেছিল। বিপিএল গভর্নিং কাউন্সিল তা মেনেও নিয়েছে।আজ হবে দু’পক্ষের বৈঠক। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ দুপুর ২টায় ঢাকা ডায়নামাইটস ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বসবে বিপিএল কর্তৃপক্ষ। তারপর বিকাল সাড়ে ৩টায় হবে খুলনা টাইটান্স আর বিকাল ৫টায় রাজশাহীর সঙ্গে বৈঠক। আগামী দুদিন পর্যায়ক্রমে অন্য দলগুলোর সঙ্গেও বৈঠক করবে বিপিএল গভর্নিং কাউন্সিল। আগেই বলা হয়েছে, বিপিএল আয়োজক ও ব্যবস্থাপক কমিটি ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বসছে মূলত চুক্তি, নিবন্ধন, প্লেয়িং কন্ডিশন আর বাইলজসহ আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে। সেখানে বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে যে নিয়ম নীতি বেঁধে দেয়া হবে, তা নিয়েই কথা হবে এবং শেষ পর্যায়ে গিয়ে এটা রফা হবে। জানা যায়, বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে বসার আগে ফ্র্যাঞ্চাইজিগুলো ঠিক আগাম শর্ত জুড়ে না দিলেও একটি আবেদন করবে। ফ্র্যাঞ্চাইজিগুলোর আবেদন, অন্তত একজন দেশি আইকন বা এ প্লাস ক্যাটাগরির তারকা ক্রিকেটার এবং দুজন করে বিদেশি ক্রিকেটার আগে ভাগে দলে ভেড়ানোর বা রেখে দেয়ার বিধান করতে হবে। তাতে করে দলগুলোকে আর শূন্য থেকে শুরু করতে হবে না। নইলে বিশেষ কোনো ক্রিকেটারের সঙ্গে কথা বলা, কাউকে অগ্রীম অর্থ দেয়া এবং বিদেশি ক্রিকেটারদের সঙ্গে কথা চূড়ান্ত করা-সবই বিফলে। এতে করে দল সাজানোর কাজটাও এলোমেলো হয়ে যাবে। তার চেয়ে যদি আইকন বা এ প্লাস ক্যাটাগরির একজন আর দুজন বিদেশি ক্রিকেটারকে আগে রেখে নতুন ভাবে নিলামে অংশ নিতে হয়, তাতেও সমস্যা নেই। সেটাও দল সাজানোর প্রথম ধাপ বলে পরিগণিত হবে। আর কেউই যদি না থাকে, সবই যদি পরে নিতে হয়, তাহলে তো আর কিছুই থাকে না। এখন বিপিএল গভর্নিং কাউন্সিল তা মানে কিনা, মেনে নিলে সাকিব যে ঢাকা ডায়নামাইটস ছেড়ে রংপুর রাইডার্সে গিয়েছিলেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মায়া কাটিয়ে তামিম ইকবাল খুলনা টাইটান্সে আর চিটাগাং ভাইকিংস ফেলে মুশফিকুর রহীমের কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দেয়া বহাল থাকবে। সেইসঙ্গে বিদেশি কোটায় খুলনা টাইটান্স যে শেন ওয়াটসনকে চুক্তিবদ্ধ করেছিল, সেটাও বহাল থাকবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us