পোরশায় বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

মানবজমিন প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৯, ০০:০০

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত থেকে আলমগীর হোসেন (২৫) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আটককৃত গরু ব্যবসায়ী পোরশা উপজেলার চকবিষ্ণপুর কাটাপুকুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার দিবাগত রাতে কয়েকজনের একটি দল চোরাই পথে গরু আনার জন্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। গরু নিয়ে ফেরার পথে ভোরে সীমান্তের ২৩২ নম্বর মেইন পিলার এলাকায় এলে ভারতের কেদারীপাড়া ক্যাম্পের ৬০-বিএসএফ সদস্যরা গরুসহ তাকে আটক করে নিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়। এ বিষয়ে ১৬-বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বিপিএমজি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা অবগত হয়েছি এবং কেদারীপাড়া ক্যাম্পের বিএসএফ’র সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us