রাজধানীতে বাসা থেকে লাফিয়ে পড়ে গৃহকর্মীর মৃত্যু

মানবজমিন প্রকাশিত: ০৮ আগস্ট ২০১৯, ০১:৪৬

রাজধানীর পুরানা পল্টন এলাকার একটি বাসার বারান্দা থেকে লাফিয়ে পড়ে এক গৃহকর্মী নিহত হয়েছেন। নিহত শাকিলা আত্মহত্যা করেছেন বলে বাসার নিরাপত্তাকর্মীদের ধারনা। আজ সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।  শাকিলা যে বাসায় গৃহকর্মীর কাজ করতেন,  সেই বাসার গৃহকর্ত্রীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।জানা যায়, শাকিলার (১৮) গ্রামের বাড়ি টাঙ্গাইল। ৫১/৩ পুরানা পল্টনের ১৪ তলা ভবন  জাহান টাওয়ারের ষষ্ঠ তলার একটি বাসায় গৃহকর্মীর কাজ করতেন তিনি।গৃহকর্তা এ আর খানের ছেলে রাফিউ খান শ্রাবণ জানান, ১৪ তলা জাহান টাওয়ারের ষষ্ঠ তলায় থাকেন তারা। আড়াই বছর ধরে এই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছেন শাকিলা। সকালে তিনি বারান্দায় কাজ করছিলেন।শ্রাবণ আরও বলেন, সকাল ১০টার দিকে বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ডরা সিসিটিভি ক্যামেরায় দেখতে পান শাকিলা বারান্দা  থেকে লাফিয়ে পড়ছে। সঙ্গে সঙ্গে তারা বাসায় ফোন দিয়ে বিষয়টি জানান। আমরা নিচে গিয়ে শাকিলাকে দ্রুত ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাই। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয় শাকিলাকে। তিনি আরও বলেন, ঢামেক হাসপাতালে নেয়া হলে সকাল সোয়া ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক শাকিলাতে মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের সহকারি ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খান শাকিলার মৃত্যু নিশ্চিত করেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে রাখা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us