ফিরোজা বেগম স্বর্ণপদক সম্মাননায় ফরিদা পারভীন

মানবজমিন প্রকাশিত: ০৫ আগস্ট ২০১৯, ০০:০০

‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ সম্মাননায় ভূষিত হলেন লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন। ২৮ জুলাই ছিল ফিরোজা বেগমের জন্মদিন ছিল। এই উপলক্ষে গতকাল বেলা সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এই পদক প্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ফিরোজা  বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। লালনসঙ্গীতের গুণী এই শিল্পীর হাতে সম্মাননা তুলে দেন ঢাবি’র উপাচার্য মো. আখতারুজ্জামান। এই পদকের জন্য তার নাম ঘোষণা করায় বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। লালন সঙ্গীতের খ্যাতনামা এই শিল্পী বলেন, নজরুলসঙ্গীতের পথিকৃৎ হলেন ফিরোজা বেগম। নজরুলের গান প্রচার-প্রসারে তার অবদান অস্বীকার করার অবকাশ নেই। তাই এই নামের (ফিরোজা বেগম) পদকটি পাওয়া সত্যিই আমার জন্য বড় আনন্দের। এর আগে এই পদকে ভূষিত হয়েছেন সাবিনা ইয়াসমীন, রেজওয়ানা চৌধুরী বন্যা ও রুনা লায়লা। ২০১৪ সালের ৯  সেপ্টেম্বর প্রয়াত হন উপমহাদেশের প্রখ্যাত নজরুলঙ্গীত শিল্পী ফিরোজা বেগম। প্রসঙ্গত, ১৯৬৮ সালে ফরিদা পারভীন রাজশাহী বেতারের তালিকাভূক্ত নজরুল সঙ্গীত শিল্পী নির্বাচিত হন। বাংলাদেশের স্বাধীনতার পরে লালন সাঁইজির গানের সঙ্গে ফরিদার  যোগাযোগ। ১৯৭৩ সালে ফরিদা তার কাছেই ‘সত্য বল সুপথে চল’ গান শিক্ষার মাধ্যমে লালন সাঁইজির গানের তালিম নেন মোকছেদ আলী সাঁইয়ের কাছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us