প্রায় দিনই সন্ধ্যায় গল্পের আসর বসত বাসায়। আমার বাবা গুরুপ্রসন্ন দাশগুপ্ত তাঁর বাল্য থেকে যৌবন পর্যন্ত শান্তিনিকেতনে কাটানো স্বপ্নময় দিনগুলোর কথা বলতেন। বাবা যখন তাঁদের এই গল্পগুলো বলতেন, মুগ্ধ হয়ে শুনতাম, খুব আনন্দ পেতাম। তাঁর স্কুল ফাঁকি দেওয়ার কথা ভেবে কেমন যেন গর্বও হতো, আমার বাবা কত দুষ্টু ছিলেন।
২০১৬ সালের অক্টোবর মাসে বাবা কলকাতায় পরলোকগমন করেন ১০৪ বছর বয়সে। রবীন্দ্রনাথ ঠাকুরের...