ছবি সংগৃহীত

২৩ অক্টোবর তারেক-মিশুক হত্যা মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় দায়ের করা মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২৩ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

priyo.com
লেখক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৪, ১১:৩৭ আপডেট: ১৫ এপ্রিল ২০১৮, ১৭:৪১
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৪, ১১:৩৭ আপডেট: ১৫ এপ্রিল ২০১৮, ১৭:৪১


ছবি সংগৃহীত
(প্রিয়.কম) প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় দায়ের করা মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২৩ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। আজ এ হত্যা মামলায় দ্বিতীয় দফা সাক্ষ্যগ্রহণ শেষে এ তারিখ নির্ধারন করে আদালত। মানিকগঞ্জ সাব জজ ও সহকারী দায়রা জজ রফিকুল ইসলামের আদালতে বুধবার দুপুরে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য এ দিন ধার্য করেন। বেলা ১২টা থেকে বিকেল পৌনে ৩টা পর্যন্ত চলে এ সাক্ষ্যগ্রহণ। এর আগে চলতি বছরের ৭ সেপ্টেম্বর মামলার প্রথম দফা সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। সাক্ষ্য প্রদানকারীরা হলেন- তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ঢালী আল মামুন ও তার স্ত্রী দিলারা বেগম জলি। মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের শিবালয় উপজেলার শালজানা গ্রামে চলচ্চিত্রকার তারেক মাসুদ তার নতুন ছবি ‘কাগজের ফুল’ এর শুটিং লোকেশন নির্বাচনের জন্য আসেন। স্ত্রী ক্যাথরিন মাসুদ, শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে এটিএন নিউজের সিইও মিশুক মুনীর, অধ্যাপক ঢালী আল মামুন ও তার স্ত্রী দিলারা বেগম জলিসহ মোট ৯ জন তার সফরসঙ্গী ছিলেন। ঢাকা ফেরার পথে সাড়ে ১২টার দিকে ওই স্থানে তাদের বহনকারী মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ-১৩-০৩০২) সঙ্গে বিপরীতমুখী চুয়াডাঙ্গাগামী বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-৪২৮৮) মুখোমুখি সংঘর্ষে হয়। এতে পাঁচজন নিহত হন।

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...