ছবি সংগৃহীত

মাশরাফিনামা : রাকিব আল হাসান

প্রিয়.কম-এর বই পরিচিতি বিভাগে আজ প্রকাশিত হলো রাকিব আল হাসানের লেখা ‘মাশরাফিনামা’র পরিচিতি।

priyo.com
লেখক
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৬, ১৪:২২ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ১৭:৪৮
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৬, ১৪:২২ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ১৭:৪৮


ছবি সংগৃহীত

গ্রাফিক্স : আকরাম হোসেন।

(প্রিয়.কম) প্রিয়.কম-এর বই পরিচিতি বিভাগে আজ প্রকাশিত হলো রাকিব আল হাসানের লেখা ‘মাশরাফিনামা’র পরিচিতি।

মাশরাফিনামা

মাশরাফিকে চিনেন? কিভাবে? কোথায় দেখছেন? হয়ত টিভিতে, অথবা গ্যালারিতে বসে। কিন্তু আপনাকে যদি টিএনএজবালকের চোখে দেখতে দেওয়া হয়, তবে কেমন লাগবে বলুন তো? একবার ভাবুন তো? কিন্তু তাই তো সত্যি হলো! তরুণ উদীয়মান জনপ্রিয় লেখক রাকিব আল হাসান ঠিক তাই করলেন 'মাশরাফিনামা' গ্রন্থে। পাঠকদের মনে আলোড়ন সৃষ্টি করা বইটি সাজানো হয়েছে অভিন্ন মাশরাফির ভিন্ন ভিন্ন প্রতিবিম্বে। কাব্যিক সুরে লেখক সাজিয়েছেন প্রতিটি অধ্যায় একদম সুনিপুণভাবে। মাশরাফি ও মাশরাফি হয়ে ওঠার পূর্ণাঙ্গ সবকয়টি গল্পই উঠে এসেছে বইটিতে। কথা দিচ্ছি, আপনিও হারিয়ে যাবেন প্রতিটি অধ্যায়ের পারফেক্ট ফিনিশিংয়ে।সংগ্রহে রাখার মত বইটি নিয়ে মনের আনন্দেই ভাসুন মাশরাফিনামায়, অন্যকেও ভাসান...

বইটির অনলাইন পরিবেশক রকমারি ডট কম ও সর্বনাম ডট কম। ঘরে বসে অতি সহজেই হোম ডেলিভারি পেতে-রকমারি : ০১৫১৯৫২১৯৭১
সর্বনাম : ০১৫১১০০৮৮৭৭ এবং ০১৬২২১১৮৮৭৭

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...