- -পমেটো গাছ তৈরির আপনার দরকার হবে সমান আকৃতি এবং বয়সের একটি টমেটো গাছ এবং একটি আলু গাছ। ৬-৮ ইঞ্চি লম্বা গাছ হলে ভাল হয়। গাছদুটো যদি আপনার টবে থাকে তবে টব দুটোকে কাছাকাছি এনে রাখুন। আপনার বাগানে যদি থাকে তবে যে কোনও একটি গাছকে তুলে রোপন করুন অন্যটির কাছে। দুটি গাছ যেন একটি আরেকটির কাণ্ড স্পর্শ করতে পারে এমনভাবে রাখতে হবে।
- -এর পর আসবে কলম করার পালা। কলম করতে হলে আপনার লাগবে ধারালো একটি ছুরি এবং কলম করা অংশটি বেঁধে রাখার জন্য পলিথিনের চিকন ফিতে। কলম করবার জন্য প্রথমে একটি গাছের কাণ্ডের পাশে কিছুটা অংশ ছুটি দিয়ে কেটে উঠিয়ে ফেলুন। এ কাজটি করবেন খুব সাবধানে। কাটা অংশটি চলটার মত উঠে আসবে। এই চলটার দৈর্ঘ্য এক ইঞ্চির বেশি হবে না আর কাণ্ডের ১/৩ ভাগের বেশি গভীর হবে না। পুরো কাণ্ডটিই যাতে কেটে না যায় সেদিকে খেয়াল রাখবেন।
- -এবার একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করুন অন্য গাছটিতে। এতেও যাতে কাটা অংশটি একই উচ্চতায় থাকে সেদিকে লক্ষ্য রাখুন।
- -এবারে গাছ দুটির কাটা অংশ একত্রে জোড়া লাগিয়ে পলিথিনের ফিতে দিয়ে বেঁধে দিন। এমনভাবে বাঁধবেন যেন সংযোগের অংশটি ঢাকা থাকে। এতে কাটা অংশে রোগজীবাণু প্রবেশ করতে পারবে না।
- -এর পর রোদের আঁচ থেকে বাঁচাতে টব দুটিকে ছায়ায় নিয়ে রাখুন অথবা বাগানের গাছগুলোর ওপরে ছায়া দেবার ব্যবস্থা করুন। আবহাওয়া বেশি গরম হলে আলু গাছের পাতাগুলোকে কেটে ফেলুন।
- -এভাবে কলম করার প্রায় ২-৩ সপ্তাহের মাঝেই আবার টমেটো গাছে নতুন করে বৃদ্ধির লক্ষন দেখা যাবে। যে অংশে কলম করা হয়েছিল সেখানে কাণ্ডটি একটু ফুলে গেছে বলে মনে হবে। এমন অবস্থায় কলমের একটু নিচ থেকে টমেটো গাছের গোড়া কেটে ফেলুন এবং কলমের ওপর থেকে আলু গাছের অংশটি কেটে ফেলুন। এরপর পলিথিনের ফিতে খুলে ফেলুন।
- -কিছুদিনের জন্য গাছটিকে পলিথিনের ব্যাগ দিয়ে ঢেকে রাখতে পারেন আর্দ্রতা সংরক্ষনের জন্য। গাছে নিয়মিত পানি দেবেন। এভাবেই আপনার পমেটো গাছটি বেড়ে উঠবে এবং একই সাথে ফলবে আলু এবং টমেটো!
পাঠকের মন্তব্য(০)
মন্তব্য করতে লগইন করুন