২৪ বছর বয়সী এই তরুণী বসবাস করছিলেন এই ফোঁড়া নিয়ে। ছবি সংগৃহীত।

এই নারীর তলপেট থেকে ৩১ কেজি ওজনের ফোঁড়া অপসারণ!

মাত্র ২৪ বছর বয়সী এই তরুণী বসবাস করছিলেন প্রায় ৩১ কেজি ওজনের একটি ফোঁড়া নিয়ে। সম্প্রতি একটি ঝুঁকিপূর্ণ সার্জারির মাধ্যমে এই তরুণীর তলপেট থেকে...

তাশফিন ত্রপা
ফিচার লেখক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৭, ১৩:৫২ আপডেট: ১৯ আগস্ট ২০১৮, ২০:৩৩
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৭, ১৩:৫২ আপডেট: ১৯ আগস্ট ২০১৮, ২০:৩৩


২৪ বছর বয়সী এই তরুণী বসবাস করছিলেন এই ফোঁড়া নিয়ে। ছবি সংগৃহীত।

(প্রিয়.কম) প্রায় ৩১ কেজি ওজনের একটি ফোঁড়াকে তলপেটেে নিয়ে বসবাস করছিলেন এক তরুণী । এই ফোঁড়াটি হয়তো আর বেশিদিন থাকলে তার পক্ষে আর বেঁচে থাকা সম্ভব হত না। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেক্সিকো জেনারেল হাসপাতালে একটি ঝুঁকিপূর্ণ সার্জারির মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক এই তরুণীর তলপেট থেকে অপসারণ করা হয় পুঁজ কোষে ভরা এক প্রকাণ্ড ফোঁড়া। এতো বড় ফোঁড়ার খোঁজ গত একশ বছরে মেলেনি বলে জানায় ঐ হাসপাতালের চিকিৎসক হ্যানসন।

নাম প্রকাশে অনিচ্ছুক মাত্র ২৪ বছর বয়সী ঐ তরুণী বলেন, ‘প্রথম দিকে আমি ভেবে ছিলাম আমার বুঝি ভুড়ি বেড়ে যাচ্ছে। তাই আমিও ভুড়ি কমানোর জন্য ডায়েট করা শুরু করে দিলাম। কিন্তু ডায়েট করে রীতিমত অবাক হতে হয়েছে আমাকে। কারণ আমি খেয়াল করছিলাম, আমার হাত-পা, মুখ ঠিকই শুকিয়ে কাট হয়ে যাচ্ছে। কিন্তু পেট কমার কোনো নাম গন্ধ আর ছিল না। উল্টো তা আরো দিনকে দিন বড়ই হতে লাগলো।’

৩১ কেজি ওজনের ফোঁড়া। ছবি সংগৃহীত।

অন্যদিকে মেক্সিকোর হাসপাতালের চিকিৎসক হ্যানসন জানান, ‘মেয়েটির পেটের ফোঁড়া বড় হয়ে যাওয়া তার পক্ষে বেশি খাবার খাওয়া সম্ভব ছিল না। কারণ পেটের পুরো অংশটিইতো ঐ বিশাল পিণ্ডটি দখল করে রেখেছে। শুধু তাই নয় ফোঁড়াটির কারণে রোগীর ফুসফুসও খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে।’ হ্যানসন আরো বলেন, ‘আর কিছুদিন গেলেই ফোঁড়াটি আরো বড় হয়ে রোগীর হার্ট অকেজ করে ফেলতো, আর তখন আমারাও তাকে বাঁচাতে পারতাম না।’

জানা যায় এই ভয়ঙ্কর ফোঁড়া অপসারণের সার্জারিটি গত ছয় মাস আগে ঘটে ছিল। এখন ঐ তরুণী সম্পূর্ণ সুস্থ। তিনি বেশ স্বাভাবিক ভাবেই হাঁটা চলা করতে পারছেন। এখন তার হাঁটার জন্য কোনো লাঠির সাহায্য নেওয়ারও দরকার হয় না। উল্লেখ্য, ১৯০২ সালে এক রোগীর শরীরে জন্ম নিয়েছে ১৫৪ কেজি ওজনের এক ফোঁড়া। 

সূত্র: দ্য নিউ ইয়র্ক পোস্ট।

প্রিয় জটিল/ গোরা 

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...