অবাক হয়ে কী দেখছে কাঠবিড়ালিটা? ছবি কৃতজ্ঞতা: মোহাম্মাদ নিহাল নাহিয়ান

মডেল যখন তারাই! (দেখুন ছবিতে)

ছবিগুলোর সৌন্দর্য বোঝার জন্য পশুপ্রেমী হতে হবে না মোটেই, কেবল একটি সহানুভূতিশীল মন থাকলেও বেশ চলে যাবে।

ফাওজিয়া ফারহাত অনীকা
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০১৮, ১৯:০০ আপডেট: ১৯ আগস্ট ২০১৮, ১৩:০০
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০১৮, ১৯:০০ আপডেট: ১৯ আগস্ট ২০১৮, ১৩:০০


অবাক হয়ে কী দেখছে কাঠবিড়ালিটা? ছবি কৃতজ্ঞতা: মোহাম্মাদ নিহাল নাহিয়ান

(প্রিয়.কম) প্রকৃতি অকৃপণ। অঢেল সৌন্দর্য ছড়িয়ে থাকে সর্বত্র। এই প্রকৃতিরই একটি বিশাল অংশ হলো বিভিন্ন ধরণের প্রাণী। প্রতিটি প্রাণীর নিজস্ব জীবনযাপনের ধারাও যেন কেমন অদ্ভুত সুন্দর। খেয়াল করলে দেখবেন প্রতিটি ভিন্ন ভিন্ন প্রাণী নিজের পরিবারের সদস্যদের নিয়ে খুব ছিমছামভাবে, নিভৃতে থাকতে ভালোবাসে। বন্য প্রানীদের জীবনকে ডকুমেন্টারি ধাঁচে তুলে ধরার দারুণ এই ফটোগ্রাফি বিভাগকে বলা হয়ে থাকে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি।

নিহাল ছবি ০১

সিংহ ও সিংহী। ছবি কৃতজ্ঞতা: মোহাম্মাদ নিহাল নাহিয়ান

তাদের জীবনধারার অংশটিকে ক্যামেরার সাহায্যে মুহূর্তবন্দী করার মাধ্যমে তুলে ধরা যায় চমৎকার চোখ ধাঁধানো ছবি। বেশীরভাগ ফটোগ্রাফার স্ট্রিট ফটোগ্রাফি, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি কিংবা পোর্ট্রেইট ফটোগ্রাফি করতে পছন্দ করলেও ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি নিয়ে কাজ করতে ভালোবাসেন খুব কম সংখ্যাক ফটোগ্রাফার।

নিহাল ছবি ০২

নিজের গায়ের রঙ ও পাতার রঙ যখন মিলেমিশে একাকার। ছবি কৃতজ্ঞতা: মোহাম্মাদ নিহাল নাহিয়ান

কারণ এমন ধরণের ছবি তোলার জন্য প্রয়োজন হয় নিপুণ দক্ষতার। আর এই দক্ষতার স্থানটিকে আরো পাকাপোক্ত করতেই নিত্যদিন দারুণ সকল ছবি তুলে চলেছেন মোহাম্মাদ নিহাল নাহিয়ান। তরুণ এই প্রতিভাবান ফটোগ্রাফারের সাথে ইতিপূর্বেই আপনাদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। 

তার ছবি তোলার যাত্রা খুব বেশিদিন হয়নি। মোটে দেড় বছর হতে চলেছে। এতটুকু সময়ের মাঝেই দারুণ প্রশংসিত হয়েছে তার তোলা বিভিন্ন ছবি। শুধুই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি নয়, সকল ক্ষেত্র নিয়েই কমবেশি ফটোগ্রাফি করেন তিনি।

নিহাল ছবি ০৩

লুকিয়ে থাকা গিরগিটিটা। ছবি কৃতজ্ঞতা: মোহাম্মাদ নিহাল নাহিয়ান

ভবিষ্যতে ফটোগ্রাফি নিয়ে বেশ বড় পরিসরে পরিকল্পনা রয়েছে তার। ন্যাশনাল জিওগ্রাফী কিংবা ডিসকভারি চ্যানেলের ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হিসেবে কাজ করার প্রবল ইচ্ছা ও আগ্রহ রয়েছে নিহালের। নিজের ইচ্ছা ও স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্যে সেই পথ ধরেই কাজ করছেন তিনি। 

দূরে জঙ্গলের মাঝে প্রাণীদের ছবি তোলা না হলেও বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ এবং নাটোটের রাজবাড়ীতে সহ বিভিন্ন স্থানে ছবি তোলা হয়েছে অনেকবার। বিশেষ করে নাটোরের রাজবাড়ীতে যাওয়া হয়েছে তুলনামূলক বেশী।

নিহাল ছবি ০৪

বাঘ ও হরিণকে যখন একই ফ্রেমে আনা হয়। ছবি কৃতজ্ঞতা: মোহাম্মাদ নিহাল নাহিয়ান

তার তোলা দারুণ প্রাণবন্ত আরো কিছু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির ছবি দেওয়া হলো। ছবিগুলো দেখলে মনে হয়, প্রতিটি ছবিই যেন এক একটি জীবনের গল্প বলছে!

নিহাল ছবি ০৫

দারুণ খোশমেজাজে খেলায় মেতে থাকা দুইটি গাধা। ছবি কৃতজ্ঞতা: মোহাম্মাদ নিহাল নাহিয়ান

নিহাল ছবি ০৬

প্রাণীদেরও কি নিজস্ব কষ্ট রয়েছে? তারাও কি কাঁদে একান্ত দুঃখে? ছবি কৃতজ্ঞতা: মোহাম্মাদ নিহাল নাহিয়ান

নিহাল ছবি ০৭

মা ও শিশু: মাতৃত্ব। ছবি কৃতজ্ঞতা: মোহাম্মাদ নিহাল নাহিয়ান

নিহাল ছবি ০৮

চোখ। ছবি কৃতজ্ঞতা: মোহাম্মাদ নিহাল নাহিয়ান 

প্রিয় লাইফ/ আর বি 

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...