বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

মিয়ানমারের বিরুদ্ধে সংসদে কেন নিন্দা প্রস্তাব নয়? প্রশ্ন ফখরুলের

‘সংসদে পাস করেছেন রোহিঙ্গাদের ফেরত নিতে হবে। কিন্তু নিন্দা জানাননি। গণহত্যা বন্ধে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে, তা করেননি।’

হাসান আদিল
সহ-সম্পাদক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৯ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ০৩:৩২
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৯ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ০৩:৩২


বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

(প্রিয়.কম) মিয়ানমারে অব্যাহত নির্যাতনের বিরুদ্ধে সংসদে কোনো নিন্দা প্রস্তাব না রাখায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সংসদে পাস করেছেন রোহিঙ্গাদের ফেরত নিতে হবে। কিন্তু নিন্দা জানাননি। গণহত্যা বন্ধে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে, তা করেননি।’

১২ সেপ্টেম্বর মঙ্গলবার রাজধানীর ইঞ্জি‌নিয়া‌রিং ই‌নস্টি‌টিউটে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত বিএন‌পির চেয়ারপারসন খা‌লেদা জিয়া ও সি‌নিয়র ভাইস চেয়ারম্যান তা‌রেক রহমা‌নের ১০ম কারামু‌ক্তি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। 

সরকার সবখানেই ষড়যন্ত্র খুঁজতে থাকে এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘সরকার কন্সপিরেসি ফোবিয়ায় (ষড়যন্ত্রকে ভয়) ভুগছে। কোনো কিছু হলেই আতঙ্কে থাকে। এসব বাদ দিয়ে জনগণের কথা ভাবুন, রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ করুন। আপনারা এটা (রোহিঙ্গা) নিয়ে রাজনীতি করতে চান বলেই বলেছেন যে, মিয়ানমারের সেনাবাহিনীর সাথে যৌথভাবে সন্ত্রাস মোকাবিলা করবেন, কাদের বিরুদ্ধে? যারা নির্যাতিত হচ্ছে, নারী শিশু তাদের বিরুদ্ধে?’

এসময় নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘জনগণকে রুখে দাঁড়াতে হবে এবং এটা একমাত্র ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল দ্বারাই সম্ভব। আমরা নির্বাচন চাই, তবে ২০১৪ সালের মতো নয়। তারা জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। শুধু ক্ষমতায় থাকার জন্যই অশান্তি সৃষ্টি করে রেখেছে। সরকারের শুভবুদ্ধির উদয় হোক, সহায়ক সরকার দিয়ে নির্বাচনের ব্যবস্থা করুন, অথবা জনগণের কাছে দায়ী হবেন, জনগণ আপনাদের ক্ষমা করবে না।’

আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।

প্রিয় সংবাদ/সজিব

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...