বিরতি নেওয়ার বিষয়ে মঙ্গলবার নিজের বনানীর বাসায় কথা বলেন সাকিব আল হাসান। ছবি: প্রিয়.কম

‘কী চান, আরও পাঁচ-ছয় বছর খেলি নাকি দুই-এক বছর?’

সাকিবের কানেও পৌঁছেছে এমন সব আলোচনা। যে কারণে নিজের অবস্থান পরিস্কার করতে মঙ্গলবার বনানীতে নিজের বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন বাংলাদেশ প্রাণভোমরা।

শান্ত মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫৬ আপডেট: ১৮ আগস্ট ২০১৮, ২২:১৬
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫৬ আপডেট: ১৮ আগস্ট ২০১৮, ২২:১৬


বিরতি নেওয়ার বিষয়ে মঙ্গলবার নিজের বনানীর বাসায় কথা বলেন সাকিব আল হাসান। ছবি: প্রিয়.কম

(প্রিয়.কম) বিশ্বের প্রায় সব লিগেই নিয়মিত খেলেন সাকিব আল হাসান। এরসাথে আছে বাংলাদেশ জাতীয় দলের ব্যস্ত সূচি। পুরোটা বছর খেলার মাঝেই থাকতে হয়। সব মিলিয়ে ক্লান্তি এবার কিছুটা সময়ের জন্য ছুটি নিতে বলছে বিশ্বসেরা অলরাউন্ডারকে। শরীর, মনের কথা শুনেছেন সাকিব। টেস্ট ফরম্যাট থেকে ছয় মাসের জন্য বিরতি চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছেন সাকিব।

প্রাথমিকভাবে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ থেকে ছুটিও পেয়েছেন। এই সিরিজের পর মাস দুয়েক বাংলাদেশের টেস্ট ম্যাচ না থাকায় বিশ্রামের সময়টাও বেশি পাচ্ছেন তিনি। তবে বিপত্তিটা দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়েই। এমন একটি গুরুত্বপূর্ণ সিরিজের আগে সাকিব কীভাবে বিশ্রাম চাইতে পারেন? অনেকেরই এমন প্রশ্ন। কেউ কেউ আবার বলছেন, টানা ব্যবস্ততাই বা কতোটা ছিল সাকিবের?

সাকিবের কানেও পৌঁছেছে এমন সব আলোচনা। যে কারণে নিজের অবস্থান পরিস্কার করতে মঙ্গলবার বনানীতে নিজের বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন বাংলাদেশ প্রাণভোমরা। ভবিষ্যতে দলের হয়ে লম্বা সময় খেলার জন্য এই বিরটিটা কতোটা জরুরী সেটা বোঝানোর চেষ্টা করেছেন সাকিব। মাঝে প্রশ্নও ছুড়ে দিয়েছেন।

সাকিব বলেন, ‘আমি মনে করি আমার আরও বেশ অনেকদিন খেলা বাকি আছে। আমি যদি ওটা খেলতে চাই এবং ভালভাবে খেলতে চাই, তাহলে এই বিশ্রামটা আমার জরুরী। আমি চাইলেই খেলতে পারি। কথা হচ্ছে, আপনারা কি চান? আমি আরও পাঁচ-ছয় বছর খেলি নাকি দুই-এক বছর? নির্ভর করছে সেটার ওপর।’

ক্রিকেটটা ভালবেসে খেলতে চান সাকিব। সেটা না হলে পথটা দীর্ঘ করা যাবে না বলে মনে করেন বাঁ-হাতি এই অলরাউন্ডার। বলছেন, ‘আমি যেটা অনুভব করি, এভাবে খেলতে থাকলে দুই-এক বছরের বেশি খেলতে পারব না। ওভাবে খেলার থেকে না খেলা আমার কাছে ভাল। যতদিন খেলব, ততদিন যেন ভালভাবে খেলতে পারি। সেটিই লক্ষ্য আমার।’

ভবিষ্যত ভাবনা থেকেই ছয় মাসের বিরতি চেয়েছেন বাংলাদেশের হয়ে ৫১টি টেস্ট খেলা সাকিব, ‘এই বিরতিটা পেলে আমি আবার তরতাজা হয়ে ফিরতে পারব। শারীরিকভাবে যতটা না, তার চেয়ে বেশি মানসিকভাবে চাঙা হয়ে ফিরলে হয়তো পরের পাঁচ বছর আমার টেনশন ছাড়া খেলা সম্ভব হবে। আমি মনে করি একটি-দুটি ম্যাচ বা একটি-দুটি মাস খেলার থেকে এটা বেশি গুরুত্বপূর্ণ।’

 

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...