মুস্তাফিজুর রহমান ও ডেভিড ওয়ার্নার। ছবি: সংগৃহীত

‘ওয়ার্নার আমার ক্যারিয়ারের স্পেশাল উইকেট’

আইপিএলের বরাত দিয়ে ওয়ার্নারের সঙ্গে ‘দ্য ফিজের’ সম্পর্কটা বেশ মধুর। সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাত দিয়ে তা অতীতে টেরও পাওয়া গেছে।

সামিউল ইসলাম শোভন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩৮ আপডেট: ১৯ আগস্ট ২০১৮, ১৭:০১
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩৮ আপডেট: ১৯ আগস্ট ২০১৮, ১৭:০১


মুস্তাফিজুর রহমান ও ডেভিড ওয়ার্নার। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম, চট্টগ্রাম থেকে) ২২তম জন্মদিনে বুধবার ক্যারিয়ারের অন্যতম সেরা উপহার লুফে নিলেন মুস্তাফিজুর রহমান। বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে ১২৩ রানের ইনিংস খেলা ডেভিড ওয়ার্নারকে ক্যাচ আউটের ফাঁদে ফেলেন তিনি। চট্টগ্রাম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত তিনটি উইকেট পেয়েছেন এই বাঁ-হাতি পেসার, যেখানে অজি ওপেনারের উইকেটকে স্পেশাল মানছেন তিনি।

ঢাকা টেস্টের পর চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি তুলে নেওয়ার পর ১২৩ রানে ব্যাট করছিলেন ওয়ার্নার। দিনের ২৪তম ওভারে মুস্তাফিজের বলে স্লিপে ক্যাচ তুলে দেন ওয়ার্নার। সেখানে থাকা ইমরুল কায়েস তা তালুবন্দী করতে সময় নেননি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদে নিজের অধিনায়ক ওয়ার্নারের উইকেট পেয়ে উচ্ছাসের কমতি ছিলো না মুস্তাফিজের মধ্যে।

দিনের খেলা শেষে যখন সংবাদ সম্মেলনে উপস্থিত হলেন মুস্তাফিজ, তখনও আলোচনায় ওই উইকেটটি। সেখানেই জানালেন, ওয়ার্নারের উইকেট নেওয়ার জন্য বিশেষ পরিকল্পনা রেখেছিলেন তিনি।

বললেন, ওয়ার্নারের জন্য বিশেষ পরিকল্পনা ছিলতাকে আমি পরিকল্পনা করেই আউট করেছিএটা অবশ্যই আমার ক্যারিয়ারের স্পেশাল উইকেট

আইপিএলের বরাত দিয়ে ওয়ার্নারের সঙ্গে দ্য ফিজের সম্পর্কটা বেশ মধুর। সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাত দিয়ে তা অতীতে টেরও পাওয়া গেছে। মুস্তাফিজের জন্মদিনের মতো এমন বিশেষ দিনে কি বার্তা দিলেন ওয়ার্নার? মুস্তাফিজ জানালেন, বিকেলে আউট করার আগেই নাকি তাকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার।

এ প্রসঙ্গে বলেছেন, আইপিএলের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছেসেখানে সবাই উইশ করেছেওয়ার্নারও ছিলো

 

 

 

 

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...