আপনার এলাকায় প্রসেসিং ফি বেশি নয় তো?

ভারতীয় ভিসা প্রসেসিং চার্জ কোন কেন্দ্রে কত?

ভারতীয় ভিসা প্রসেসিং ফি সব কেন্দ্রে এক নয়।

আফসানা সুমী
সহ-সম্পাদক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৪৬ আপডেট: ১৯ আগস্ট ২০১৮, ১৭:৪৮
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৪৬ আপডেট: ১৯ আগস্ট ২০১৮, ১৭:৪৮


আপনার এলাকায় প্রসেসিং ফি বেশি নয় তো?

(প্রিয়.কম) ভারতীয় ভিসা প্রসেসিং ফি সব কেন্দ্রে এক নয়। ভারত এবং বাংলাদেশের কূটনীতিক সম্পর্কের অংশ হিসেবে আমাদেরকে ভারত ভ্রমণের জন্য কোনো ভিসা ফি দিতে হয় না। যেটা দিতে হয় সেটা হলো ভিসা প্রসেসিং ফি। অনেকেই এটাকেই ভিসা ফি মনে করেন যা আসলে ভুল। যেহেতু এটি একটি প্রসেসিং ফি, অর্থাৎ ভিসা সংক্রান্ত যাবতীয় কাজ করার প্রক্রিয়ার খরচমাত্র তাই এটি জায়গা অনুযায়ী কিছুটা পরিবর্তিত হয়ে থাকে। যারা প্রথমবার ভারতে ভ্রমণ করতে যাচ্ছেন তাদের জন্য এটি বিশেষ জরুরি তথ্য।

জনপ্রতি ভিসা প্রসেসিং ফি-

১। উত্তরা - ৬০০ টাকা

২। গুলশান - ৬০০ টাকা

৩। মতিঝিল - ৬০০ টাকা

৪। মিরপুর রোড - ৬০০ টাকা

৫। চট্টগ্রাম - ৬০০ টাকা

৬। সিলেট - ৭০০ টাকা

৮। খুলনা - ৭০০ টাকা

৯। রাজশাহী - ৬০০ টাকা

১০। বরিশাল - ৭০০ টাকা

১১। ময়মনসিংহ - ৭০০ টাকা

১২। রংপুর - ৭০০ টাকা

১৪। যশোর - ৭০০ টাকা।

উল্লেখ্য যে, বাংলাদেশ ছাড়াও ইন্ডিয়ার ফ্রি ভিসা পেয়ে থাকে আফগানিস্তান, আর্জেন্টিনা, জ্যামাইকা, মালদ্বীপ, ডিপিআর কোরিয়া, মরিশাস। এছাড়াও উরুগুয়ের নাগরিকদের জন্য ফ্রি ভিসা প্রদানের পরিকল্পনা করছে দেশটি।

তবে হ্যাঁ, এই ভিসা সুবিধা শুধু ইন্ডিয়ার সুরক্ষিত এবং পর্যটক প্রবেশ নিষিদ্ধ নয় সেইসব এলাকার জন্য প্রযোজ্য।

তথ্যসূত্রঃ আইভেক

সম্পাদনাঃ ড. জিনিয়া রহমান

প্রিয় ট্রাভেল সম্পর্কে আমাদের লেখা পড়তে ভিজিট করুন আমাদের ফেসবুক পেইজে। যে কোনো তথ্য জানতে মেইল করুন [email protected] এই ঠিকানায়। ভ্রমণ বিষয়ক আপনার যেকোনো লেখা পাঠাতে ক্লিক করুন এই লিংকে-https://www.priyo.com/post

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...