প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাংগঠনিক সংস্কার খুবই জরুরি: গওহর রিজভী

ড. গওহর রিজভী বলেন, ‘বিশ্ব নেতারা কোনো বিষয়ে যে ঐকমত্যে পৌঁছাতে পারে না, রোহিঙ্গা সমস্যা তারই একটি প্রতিচ্ছবি।

হাসান আদিল
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৭, ২২:০৪ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ১৯:৪৮
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৭, ২২:০৪ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ১৯:৪৮


প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের নেওয়া পদক্ষেপগুলো ব্যর্থ বলে অভিহিত করে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পুরো বিশ্বের সঠিক প্রতিনিধিত্ব নেই বলেই তারা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। আর এ কারণেই জাতিসংঘের সাংগঠনিক সংস্কার খুবই জরুরি।’

৯ অক্টোবর সোমবার আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব স্ট্রাটেজিক স্টাডিজ (বিস) এবং রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। 

ড. গওহর রিজভী বলেন, ‘রোহিঙ্গা বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে না পারার মাধ্যমে প্রমাণিত হয়েছে বিশ্ব নেতারা এ বিষয়ে ব্যর্থ হয়েছেন। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ খুবই সফলতার সঙ্গে জনমত তৈরি করতে পেরেছে।’

তিনি আরও বলেন, ‘বিশ্ব নেতারা কোনো বিষয়ে যে ঐকমত্যে পৌঁছাতে পারে না, রোহিঙ্গা সমস্যা তারই একটি প্রতিচ্ছবি। জাতিসংঘ মহাসচিব থেকে শুরু করে পোপ, এমনকি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পর্যন্ত রাখাইনের সহিংস ঘটনার নিন্দা জানিয়েছে। কিন্তু তারা এই সহিংসতা বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। এ থেকেই বোঝা যায় নিরাপত্তা পরিষদে পুরো বিশ্বের সঠিক প্রতিনিধিত্ব নেই।’

সঙ্কট সমাধানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কঠোর পরিশ্রম করতে হবে। একইসঙ্গে বর্তমানে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ যে জনমত তৈরি করেছে, তা ধরে রাখাতে হবে বলে জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। 

উল্লেখ্য, ৪ আগস্ট রাতে রাখাইন রাজ্যের প্রায় ৩০টি পুলিশ পোস্টে একযোগে হামলা চালায় দ্য আরাকান রোহিঙ্গা সলভেশন আর্মি (এআরএসএ)। এরপর থেকে মিয়ানমার কর্তৃপক্ষ রাখাইন রাজ্যে অভিযান শুরু করে। রাখাইনে রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়িয়ে, হত্যায় মেতে ওঠে দেশটির সেনাবাহিনী। যার পরিপ্রেক্ষিতে প্রায় ৫ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। নতুন করে আরও রোহিঙ্গা বাংলাদেশ পালিয়ে আসতে পারে বলে আশাঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। 

প্রিয় সংবাদ/শান্ত  

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...