চলতি বছরের ৭ জুন তারিখে এক বৈঠকে সুচি ও ট্রুডো। ছবি: রয়টার্স।

গণহত্যা বন্ধে সুচিকে ট্রুডোর টেলিফোন

ফোনালাপ পরবর্তীতে ট্রুডো এক টুইটে জানান, ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের বিষয়ে কানাডার গভীর উদ্বেগ জানাতে আমি অং সান সু চির সঙ্গে কথা বলেছি।’

আবু আজাদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৩১ আপডেট: ১৫ আগস্ট ২০১৮, ০২:৪৮
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৩১ আপডেট: ১৫ আগস্ট ২০১৮, ০২:৪৮


চলতি বছরের ৭ জুন তারিখে এক বৈঠকে সুচি ও ট্রুডো। ছবি: রয়টার্স।

(প্রিয়.কম) রাখাইন রাজ্যে গণহত্যা বন্ধ করতে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি-কে আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ১৩ সেপ্টেম্বর বুধবার সুচিকে ফোন করে এ আহবান জানান তিনি। ফোনে রোহিঙ্গাদের প্রতি মিয়ানমার সরকারের আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

কানাডার প্রধানমন্ত্রী অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে দুই রাষ্ট্র নেতার কথোপকথনের সারসংক্ষেপ উঠে এসেছে। সু চি-কে কানাডার সম্মানসূচক নাগরিকত্ব প্রত্যাহারের গণদাবির পরিপ্রেক্ষিতে দুই নেতার মধ্যে ফোনালাপ হলো। ফোনালাপ পরবর্তীতে ট্রুডো এক টুইটে জানান, ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের বিষয়ে কানাডার গভীর উদ্বেগ জানাতে আমি অং সান সু চির সঙ্গে কথা বলেছি।’

জাস্টিন ট্রুডো সু চি-কে বলেন, মিয়ানমারের সেনাবাহিনী ও রাজনৈতিক নেতাদের মধ্যে আলোচনা করে সংঘাতমূলক পরিস্থিতি উন্নয়নে কাজ করতে হবে। এ জন্য সু চি ব্যবস্থা নিতে পারেন। পাশাপাশি রাখাইন রাজ্যের মানুষদের ওপর যেকোনো ধরনের নির্যাতন বন্ধ, নির্বিঘ্ন বসবাসের ব্যবস্থা এবং রাখাইনে জাতিংসঘের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।

প্রিয় সংবাদ/রিমন

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...