(প্রিয় টেক) প্রতিনিয়তই প্রযুক্তি বাজারে যুক্ত হচ্ছে নিত্যনতুন সব চোখ ধাঁধানো স্পেসিফিকেশনের স্মার্টফোন। শক্তিশালী সব অসাধারণ প্রসেসর, দ্রুতগতির র্যাম, চমৎকার ক্যামেরা ইউনিটের পাশাপাশি স্মার্টফোন ডিভাইসগুলোর প্রায় প্রতিটি ইঞ্চিতেই যেন যুক্ত করা হচ্ছে অসামান্য সব প্রযুক্তির! এমন অবস্থায় একজন স্মার্টফোন প্রেমী নতুন একটি ডিভাইস কেনার ক্ষেত্রে খুব সহজেই দ্বিধাগ্রস্ত হতে পারেন! হওয়াটাই স্বাভাবিক, একই মূল্যে বর্তমানে যেখানে অনেক রকমের অপশন পাওয়া যাচ্ছে সেখানে যে কেউ দ্বিধায় পড়ে যাবেন! তবে এ ক্ষেত্রে আমাদের এই তালিকাটা আপনাদের খুব সহজেই সাহায্য করতে পারে! স্মার্টফোন সম্পর্কিত তথ্যে ভরপুর জনপ্রিয় একটি সাইট জিএসএম এরিনা প্রায় প্রতি সপ্তাহেই জনমতের ভিত্তিতে সপ্তাহের সেরা দশটি ফোন তালিকা বদ্ধ করে থাকে। এই তালিকাটি একজন ব্যবহারকারীকে খুব সহজেই জনপ্রিয়তার শীর্ষে থাকা ফোনগুলোর সাথে পরিচয় করিয়ে দেয়। প্রিয় টেকের পাঠকদের জন্য এই তালিকাটি আমরা প্রতিটি সপ্তাহেই তুলে ধরতে চেষ্টা করে থাকি। চলুন তাহলে, এ সপ্তাহের তালিকার শীর্ষে থাকা ফোনগুলোর নাম জেনে নেয়া যাক।
এ সপ্তাহের সেরা দশ স্মার্টফোন
শাওমি রেডমি নোট ৩
বর্তমান র্যাংক - ১
পূর্বের র্যাংক - ২
স্যামসাং গ্যালাক্সি জে৭ (২০১৬)
বর্তমান র্যাংক - ২
পূর্বের র্যাংক - ৩
স্যামসাং গ্যালাক্সি জে৭ প্রাইম
বর্তমান র্যাংক - ৩
পূর্বের র্যাংক - ৪
হুয়াওয়ে মেট ৯ পোরশে ডিজাইন
বর্তমান র্যাংক - ৪
পূর্বের র্যাংক - তালিকায় নতুন যুক্ত হয়েছে
শাওমি মি মিক্স
বর্তমান র্যাংক - ৫
পূর্বের র্যাংক - ১
শাওমি রেডমি ৩এস প্রাইম
বর্তমান র্যাংক - ৬
পূর্বের র্যাংক - ৬
অ্যাপল আইফোন ৭
বর্তমান র্যাংক - ৭
পূর্বের র্যাংক - ৭
স্যামসাং গ্যালাক্সি জে৫ (২০১৬)
বর্তমান র্যাংক - ৮
পূর্বের র্যাংক - ৮
শাওমি মি নোট ২
বর্তমান র্যাংক - ৯
পূর্বের র্যাংক - ৫
অপ্পো এফ১এস
বর্তমান র্যাংক - ১০
পূর্বের র্যাংক - তালিকায় নতুন যুক্ত হয়েছে
তথ্য সূত্র এবং ছবি - জিএসএম এরিনা।
পাঠকের মন্তব্য(০)
মন্তব্য করতে লগইন করুন