বাংলাদেশের প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংহে ও তামিম ইকবাল। ছবি: এএফপি

কোচের সঙ্গে সমস্যা নেই, জানালেন তামিম

ঊরুর চোটের কারণে চিকিৎসকের পরামর্শেই মাঠে নামেননি তিনি। কিন্তু তামিমের না খেলা নিয়ে কম জল ঘোলা হয়নি।

মেহেরিনা কামাল মুন
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৭, ১০:৪১ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ০৭:৪৮
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৭, ১০:৪১ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ০৭:৪৮


বাংলাদেশের প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংহে ও তামিম ইকবাল। ছবি: এএফপি

(প্রিয়.কম) দ্বিতীয় টেস্ট ও প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি বাংলাদেশের নির্ভরযোগ্য ওপেনার তামিম ইকবাল। ঊরুর চোটের কারণে চিকিৎসকের পরামর্শেই মাঠে নামেননি তিনি। কিন্তু তামিমের না খেলা নিয়ে কম জল ঘোলা হয়নি। গুঞ্জন উঠেছিল কোচ চান্দিকা হাতুরুসিংহের সঙ্গে ঝগড়া করেই ম্যাচে জায়গা হারিয়েছেন তামিম। তবে এসব কিছুই সত্য নয় বলে জানালেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।

অনুশীলনে রেগে দিয়ে কোচের দিকে ব্যাট ছুড়ে মেরেছেন তামিম। এমন গুঞ্জনকে আগেই মিথ্যে বলে জানিয়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এবার তামিম নিজেও এই ঘটনা অস্বীকার করলেন। বাংলাদেশের একটি জনপ্রিয় দৈনিকের বরাতে জানা যায়, প্রথম ওয়ানডে শেষে টিম ম্যানেজার মিনহাজুল আবেদিন নান্নুর সামনে তামিম বলেছেন, ‘ও রকম কিছু হলে তো আমি পরের ম্যাচেও খেলতাম না। এগুলো কিছুই না। আমি খেলতেই চেয়েছিলাম। কিন্তু ফিজিও বলল, এই ম্যাচ খেলাটা আমার জন্য ঝুঁকিপূর্ণ হবে।’

তবে ব্যাট তিনি ছুঁড়ে মেরেছিলেন, যার কারন জানিয়ে তামিম বলেন, ‘নেটে শেষ বলটা আমি ভালোভাবে খেলতে পারিনি। সে জন্য নেট থেকে এসে নিজের ওপরই রাগ করে ওটা করেছি।’ এমনকি সেদিন ঘটনা স্থানে উপস্থিত থাকা ওয়ানডে অধিনায়ক মাশরাফি বন মুর্তজাও এমন কিছু হয়নি বলেই জানিয়েছেন। তিনি বলেন, ‘কোচের সঙ্গে তামিমের সমস্যা হয়েছে, ও রকম কিছু তো দেখলাম না। ওই সময় তো আমিও নেটে বল করছিলাম।’

প্রথম ওয়ানডেতে কে খেলবেন তার সিদ্ধান্ত খেলোয়াড়দের উপরেই ছিল। তামিম খেলতেও চেয়েছিলেন কিন্তু চিকিৎসক তামিমকে নিয়ে নিশ্চিন্ত ছিলেন না। তাই শেষ মুহূর্তে তার মাঠে নামেননি। এ বিষয়ে বাংলাদেশের সর্বোচ্চ রানের অধিকারী এই ব্যাটসম্যান বলেন, ‘গেল ১৫ দিনে আম মাত্র তিন সেশন ব্যাটিং করেছি। যা পর্যাপ্ত ছিলো না। আমি মানসিকভাবেও শক্ত থাকার চেষ্টা করেছি। আমি প্রথম ম্যাচ খেলতে তৈরু ছিলাম। কিন্তু পরে ভাবলাম ইনজুরিকে সময় দিতে হবে ঠিক হওয়ার। এটাই আমার শেষ ম্যাচ নয়। এটাই বাংলাদেশের শেষ সিরিজ নয়। আজ খেলে যদি আবার বড় ইনজুরিতে পড়ি তবে আমি লম্বা সময়ের জন্য দলের বাইরে যেতে পাড়ি।’

প্রিয় স্পোর্টস/আশরাফ

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...