পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। ফাইল ছবি

আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের প্রস্তাব দেবেন প্রধানমন্ত্রী

মন্ত্রী বলেন, ‘আমরা চেয়েছিলাম নিরাপত্তা পরিষদ এই পরিস্থিতিতে একটা অবস্থান তুলে ধরুক। সেদিক থেকে এই বিবৃতি আমরা সময়োপযোগী ও জোরালো বলে মনে করি।’

জানিবুল হক হিরা
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫২ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ০০:৪৮
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫২ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ০০:৪৮


পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। ফাইল ছবি

(প্রিয়.কম) রাখাইনে রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য জাতিসংঘে আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের প্রস্তাব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের ৭২তম অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার সময় এ প্রস্তাব দেবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী সাংবাদিকদের এ সব তথ্য জানান।

তিনি বলেন, ‘গত তিন সপ্তাহে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ৪০ কিলোমিটার এলাকাজুড়ে প্রায় চার লাখ রোহিঙ্গা এসেছে, যাদের বেশির ভাগই নারী, শিশু ও বয়োজ্যেষ্ঠ নাগরিক।’

মন্ত্রী আরও জানান, এর আগে থেকে অবস্থান নেওয়া চার লাখ রোহিঙ্গার বেশির ভাগই আছে কক্সবাজারে। সব মিলে রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশ আজ এক গভীর সংকটের মুখোমুখি। এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী জাতিসংঘে বক্তব্য দেওয়ার সময় রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়টিতে গুরুত্ব দেবেন। তিনি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের পাশাপাশি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার কথাও বলবেন।

নিরাপত্তা পরিষদ রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে যে বিবৃতি দিল, সেটা বাংলাদেশ কীভাবে মূল্যায়ন করলেন, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা চেয়েছিলাম নিরাপত্তা পরিষদ এই পরিস্থিতিতে একটা অবস্থান তুলে ধরুক। সেদিক থেকে এই বিবৃতি আমরা সময়োপযোগী ও জোরালো বলে মনে করি।’

সে সময় মন্ত্রী জানান, মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সুচির দপ্তরের একজন মন্ত্রী রোহিঙ্গা সমস্যা নিয়ে নিউইয়র্কে তার (পররাষ্ট্রমন্ত্রী) সঙ্গে দেখা করতে চেয়েছেন। বাংলাদেশ যেহেতু বিষয়টি সমাধানের জন্য মিয়ানমারের সঙ্গে আলোচনা করতে চায়, তাই তিনি সুচির দপ্তরের ওই মন্ত্রীর সঙ্গে দেখা করবেন।

প্রিয় সংবাদ/শান্ত 

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...