মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন। ছবি: প্রিয়.কম

ঝালকাঠির নলছিটির বস্তিতে ভয়াবহ আগুন, ২৫টি ঘর ভস্মীভূত

বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে অন্তত ২৫টি বসতঘর মালামালসহ পুড়ে যায়।

অলোক সাহা
কন্ট্রিবিউটর, ঝালকাঠি
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৭, ১০:২২ আপডেট: ১৯ আগস্ট ২০১৮, ২১:০০
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৭, ১০:২২ আপডেট: ১৯ আগস্ট ২০১৮, ২১:০০


মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন। ছবি: প্রিয়.কম

(প্রিয়.কম) ঝালকাঠির নলছিটি উপজেলা শহরের খাসমহল বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে কমপক্ষে ২৫টি ঘর ভস্মীভূত হয়েছে।

১৪ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, বস্তিতে বসবাসকারী নলছিটি পৌরসভার কর্মচারী নিমাই মালির বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে অন্তত ২৫টি বসতঘর মালামালসহ পুড়ে যায়।

খবর পেয়ে নলছিটি, ঝালকাঠি ও বরিশাল থেকে তিনটি ফায়ার সার্ভিসের ইউনিট স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড়ঘন্টারও বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বস্তিতে বসবাসকারী আরও শতাধিক ঘর রক্ষা পায়।

অগ্নিকান্ডে অর্ধকোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

নলছিটি পৌরসভার মেয়র মো. তছলিম উদ্দিন চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রিয় সংবাদ/আদিল

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...