আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি।

‘ভুয়া কমিটি, চিন্তার কোনো কারণ নেই’

পদ বঞ্চিত নেতাদের কয়েকজন জানান, কাদের বিকেলে অফিসে পৌঁছালে তাকে ঘিরে ধরেন আওয়ামী লীগের উপ-কমিটির পদবঞ্চিত নেতারা।

নিজস্ব প্রতিবেদক
প্রিয়.কম
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৮, ২২:৫৭ আপডেট: ১৯ আগস্ট ২০১৮, ১৩:৩২
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৮, ২২:৫৭ আপডেট: ১৯ আগস্ট ২০১৮, ১৩:৩২


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি।

(প্রিয়.কম) আওয়ামী লীগের উপ-কমিটিতে পদ বঞ্চিতদেরকে শান্ত্বনা দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এই কমিটি ভুয়া কমিটি। তোমাদের (নেতাকর্মীরা) চিন্তার কোনো কারণ নেই।’ ২০ জানুয়ারি শনিবার বিকেলে ধানমণ্ডি-৩ এ দলীয় সভানেত্রীর কার্যালয়ে পদবঞ্চিতদের এমন সান্তনা দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী তিন মাসের মধ্যে যাচাই-বাচাই করে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হবে। আর সহ-সম্পাদকের বিষয়ে পরে ভাবা হবে।'

পদ বঞ্চিত নেতাদের কয়েকজন জানান, কাদের বিকেলে অফিসে পৌঁছালে তাকে ঘিরে ধরেন আওয়ামী লীগের উপ-কমিটির পদবঞ্চিত নেতারা। তারা জোরে জোরে স্লোগান দিতে থাকেন। নেতাকর্মীদের তোপের মুখে পড়ে কাদের দ্রুত অফিসের ভেতরে ঢুকে পড়েন। পরে তিনি বের হয়ে আসলে আবারও স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। 

ওবায়দুল কাদেরের বক্তব্যের পরই নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিতে দিতে কার্যালয় ত্যাগ করেন।

প্রিয় সংবাদ/হিরা

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...