আমস্টারডাম রয়্যাল জু'তে শকুনের বাচ্চা। ছবি: সংগৃহীত

সমকামী শকুনের বাচ্চা অবমুক্ত

একটি ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায় এক জোড়া পুরুষ শকুন।

মোঃ আরিফুল ইসলাম
মুখ্য কর্মকর্তা, বাংলাদেশ কৃষি ব্যাংক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৮, ১১:২২ আপডেট: ১৭ আগস্ট ২০১৮, ০১:১৬
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৮, ১১:২২ আপডেট: ১৭ আগস্ট ২০১৮, ০১:১৬


আমস্টারডাম রয়্যাল জু'তে শকুনের বাচ্চা। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে সমকামী পুরুষ শকুনের ডিমে তা দিয়ে বাচ্চা ফোটানো ও লালন-পালনকৃত শকুনের বাচ্চা মুক্ত করেছে আমস্টারডাম রয়্যাল জু কর্তৃপক্ষ। যা প্রকৃতিতে প্রায় বিরল ঘটনা।

বার্তা সংস্থা বিবিসি জানায় ডাচ রাজধানীতে জন্ম নেওয়ার এক বছর পর আরটিস্ আমস্টারডাম রয়্যাল জু কর্তৃপক্ষ সারদিনিয়া দ্বীপে দুটি পাখি অবমুক্ত করে। শকুন বাচ্চা দুটির একটি বাচ্চা লালন-পালন করে দীর্ঘদিন একত্রে থাকা দুটি পুরুষ শকুন। তাদের ছেড়ে দেওয়ার আগে সারদিনিয়ার একটি পাখির অভায়রণ্যে তাদের রাখা হয়, যাতে তারা মুক্তির পর নতুন পরিবেশে খাপ খাওয়াতে পারে।  

চিড়িয়াখানার রক্ষক জব ভান বলেন, ‘২০১৭ সালের এপ্রিল ও মে মাসে দুটি ডিমে তা দিয়ে বাচ্চা ফোটানো হয়। যার একটি ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায় এক জোড়া পুরুষ শকুন।’

ভান আরও বলেন, ‘আমরা কয়েক বছর ধরে এই জোড়া পুরুষ শকুনের মধ্যে গভীর সম্পর্ক খেয়াল করি। তারা সব সময় একত্রে বাসা তৈরি করত এবং একসঙ্গে বসবাস করত। আর অন্য বাচ্চাটি ফোটানো হয় স্বাভাবিকভাবে নারী ও পুরুষ শকুনের মাধ্যমে, এই জোড়া শকুন স্পেনের একটি সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর নেক দিন তাদের পরিচর্যার জন্য আটকে রাখা হয়েছিল ‘

পরিত্যক্ত অবস্থায় চিড়িয়াখানার কর্মীরা একটি শকুনের ডিম কুড়িয়ে পেলে অন্য শকুনেরা সেটি ফোটানোর জন্য গ্রহণ না করায় কর্তৃপক্ষ ডিমটি জোড়া পুরুষ শকুনকে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পাঁচ বছরের মধ্যে এটি তাদের প্রথম সফল জোড়া পুরুষ শকুনের মাধ্যমে বাচ্চা ফোটানো।

চিড়িয়াখানার পরিচালক রেমব্রান্ড্ট সুটোরিয়াস সারদিনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে পাখি দুটি মুক্ত করেন। তিনি বলেন, ‘শকুন দুটি এ এলাকার আকাশে ভেসে বেড়াবে এবং আমরা সত্যিই এক চমৎকার দৃশ্য দেখব।’

ব্যাপক হারে কৃষি জমিতে বিষ প্রয়োগের ফলে ১৯৭০ সালের দিকে ইউরোপীয় শকুনের সংখ্যা কমতে থাকে এবং তার পর থেকে তারা শকুন সংরক্ষণের প্রচেষ্টা চালায়। ২০১৩ সালের এক গণনা অনুযায়ী মাত্র ৩০ জোড়া শকুন রয়েছে সারদিনিয়া অঞ্চলে।

প্রিয় সংবাদ/ফারজানা/আজাদ চৌধুরী

 

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...