মার্কিন পপসংগীত তারকা টেইলর সুইফট। ছবি: সংগৃহীত।

গানের কথা চুরির অভিযোগে টেইলর সুইফটের বিরুদ্ধে মামলা!

টেইলরের বিখ্যাত গানটি তাদেরই লেখা একটি গানের কথা নকল করে বানান হয়েছে বলে অভিযোগ করা হয়েছে...

তাশফিন ত্রপা
ফিচার লেখক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫২ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ১১:৪৮
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫২ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ১১:৪৮


মার্কিন পপসংগীত তারকা টেইলর সুইফট। ছবি: সংগৃহীত।

(প্রিয়.কম) মার্কিন যুক্তরাষ্ট্রের গীতিকার শিন হল এবং নাথান বাটলার তাদের লেখা গান চুরি করার অভিযোগে টেইলর সুইফটের বিরুদ্ধে মামলা ঠুকে বেশ বড় অংকের অর্থ জরিমানা দাবি করেছেন। তাদের মতে টেইলরের বিখ্যাত ‘শেইক ইট অফ’ গানটি তাদেরই লেখা একটি গানের কথা নকল করে বানান হয়েছে। আজ থেকে ১৬ বছর আগে, ২০০১ সালে  তাদের লেখা ‘প্লেইস অন প্লে’ গানটি ‘হট বিলবোর্ড’ এ ৮১তম স্থান অর্জন করেছিল। টেইলর সুইফটের বিরুদ্ধে দায়ের করা মামলায় শিন হল এবং নাথান বাটলার দাবি করেন, তাদের লেখা সেই গানের প্রায় বিশ শতাংশ অংশই টেইলর তার ‘শেইক ইট অফ’ গানে ব্যবহার করেছেন।

টেইলর সুইফটের বিখ্যাত ‘শেইক ইট অফ’ গানের ভিডিওটির একটি অংশের স্ক্রিন শট। ছবি: ওয়ালস ডেস্ক থেকে সংগৃহীত। 

তবে টেইলরের বিখ্যাত ‘শেইক ইট অফ’ গানের বিরুদ্ধে আনা এই অভিযোগকে তিনি অযৌক্তিক এবং ধান্দাবাজি হিসেবে আখ্যায়িত করেছেন। মামলা নিয়ে টেইলর বলেন, ‘এইসব হাস্যকর অভিযোগ তুলে এই মামলাকারীরা সত্যিকার অর্থে আমার কাছ থেকে টাকা আত্মসাৎ করার পাঁয়তারা করছেন।’

সূত্র: ডেকান ক্রনিকল।

প্রিয় বিনোদন/গোরা 

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...