তসলিমা নাসরিন। ছবি: ফেসবুক পেজ থেকে সংগৃহীত

ঢাকা মেডিকেলের চাকরি ছাড়া নিয়ে মুখ খুললেন তসলিমা নাসরিন

‘আমি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন মেডিকেল অফিসার (ইনডোর)। আমি স্বেচ্ছায়, সজ্ঞানে, ব্যক্তিগত কারণে সরকারি চাকরি থেকে পদত্যাগ করতে চাই।’

ইতি আফরোজ
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৭, ১৪:০৫ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ২৩:৩২
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৭, ১৪:০৫ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ২৩:৩২


তসলিমা নাসরিন। ছবি: ফেসবুক পেজ থেকে সংগৃহীত

(প্রিয়.কম) তসলিমা নাসরিনকে সবাই লেখিকা হিসেবে চিনলেও পেশাগত জীবনে তিনি একজন চিকিৎসক। তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল অফিসারের (ইনডোর) দায়িত্ব পালন করেছেন। তবে ১৯৯৩ সালের ৭ ফেব্রুয়ারি চাকরি থেকে ইস্তফা নেন তিনি।   

সম্প্রতি কী কারণে তিনি পদত্যাগ করেছিলেন। আর কী বা ছিল তার ওই পদত্যাগপত্রে এ নিয়ে প্রায় দুই যুগ পর মুখ খুলেছেন তসলিমা নাসরিন। 

১৫ নভেম্বর বুধবার বিকালে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি কারণ উল্লেখ করে পদত্যাগপত্রটির একটি ছবি প্রকাশ করেন।


তসলিমা নাসরিনের ফেসবুক পেজ থেকে সংগৃহীত ছবি।

সেখানে তিনি লেখেন, ‘১৯৯৩ সাল। সরকার যখন জানালো এখন থেকে আমি যা লিখব তা তাদের দেখাতে হবে, তারা অনুমতি দিলেই তবে পত্র পত্রিকায় ছাপাতে পারব, তখন মেনে নিইনি এই নিয়ম। তারা এক রকম বলেই দিয়েছিল সরকারি হাসপাতালের ডাক্তার হয়ে অন্য কোথাও নয়, শুধু মেডিকেল জার্নালেই লেখার স্বাধীনতা আছে আমার। সেদিনই সিদ্ধান্ত নিই সরকারি চাকরিতে ইস্তফা দেব। মানুষের বাক স্বাধীনতা লঙ্ঘন করার বিরুদ্ধে অনেককাল লড়ছি। ইস্তফাটাও ছিল আমার বড় একটি প্রতিবাদ। ইস্তফা দেওয়ার আগে একবারও ভাবিনি কী খাব, কী করে চলব। প্রতিবাদীরা হয়ত বৈষয়িক কমই হয়। ইমোশানাল তো হয়ই। ইস্তফার কপিটা আজ পেলাম।’

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বরাবর লেখা ওই ইস্তফাপত্রে লেখা ছিল, ‘আমি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন মেডিকেল অফিসার (ইনডোর)। আমি স্বেচ্ছায়, সজ্ঞানে, ব্যক্তিগত কারণে সরকারি চাকরি থেকে পদত্যাগ করতে চাই।’

প্রিয় সংবাদ/আশরাফ

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...