‘সুপার সি’ দ্বীপে এক নারী পর্যটক বসে আছেন। ছবি: সংগৃহীত

যে দ্বীপটিতে শুধু নারীরা ভ্রমণে যান

আছে কি এমন কোনো জায়গা, যেখানে শুধু মেয়েরাই ভ্রমণ করতে পারবে?

ডা. মো. সাইফুল ইসলাম ‍সোহেল
লেখক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৮, ১৭:০৯ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ১৪:১৬
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৮, ১৭:০৯ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ১৪:১৬


‘সুপার সি’ দ্বীপে এক নারী পর্যটক বসে আছেন। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) যদি কোনো নারী একাকী পরিবারের পুরুষ লোকদের থেকে কিছুদিনের জন্য দূরে থাকতে চায় তবে কি সম্ভব? আছে কি এমন কোনো জায়গা, যেখানে শুধু নারীরাই ভ্রমণ করতে পারবেন?

আজকের লেখায় জানব এমনই একটি দ্বীপের কথা, যেখানে কোনো পুরুষ যাওয়ার অনুমতি পান না। শুধু নারীরাই ভ্রমণের অনুমতি পান।

ফিনল্যান্ডের উপকূলবর্তী বাল্টিক সাগরের আর্চিপেলাগো দ্বীপে ২০১৭ সালের মাঝামাঝি সময়ে ‘সুপার সি’ নামক রিসোর্টটি উদ্বোধন করা হয়, যা শুধু নারীদের জন্য বিশেষায়িতভাবে তৈরি করা হয়েছে। রিসোর্টটি তৈরি করেছেন ক্রিস্টিনা রথ। ক্রিস্টিনা, নারীদের জন্য এমন ব্যতিক্রম রিসোর্ট তৈরির ধারণা পান কোনো এক ছুটিতে ক্যালিফোর্নিয়ায় ভ্রমণের সময়।

তিনি লক্ষ করেন, সুন্দর পুরুষ দেখলে মেয়েরা লিপস্টিক বের করে। তখন তার মাথায় আসে নারীদের নিজের দিকে ফোকাস করার বিষয়টি। ‘সুপার সি দ্বীপটি’ মূলত কারো হরমোনের মাত্রা যেন বৃদ্ধি না পায়, সেদিকটাকে দৃষ্টিপাত করে কাঠামো নির্মাণ করা হয়েছে।

৮.৪ হেক্টরের দ্বীপটিতে চারটি বিলাসবহুল কেবিন রয়েছে, যেখানে মাত্র ১০ জন নারী থাকার সুযোগ পান। এখানে নারীরা তাদের আবেগ-অনুভূতি, স্বপ্ন, ভবিষ্যৎ পরিকল্পনা, ইচ্ছা ইত্যাদি একে অপরের সঙ্গে ভাগাভাগি করতে পারেন। এ ছাড়াও স্পা, শরীরচর্চা, মেডিটেশন, স্বাস্থ্যকর খাবার রান্না ইত্যাদিরও সুযোগ রয়েছে সেখানে।

‘সুপার সি দ্বীপ’ রিসোর্টটিতে যেহেতু একই সময়ে অল্পসংখ্যক নারী যাওয়ার অনুমতি পান, তাই আগে থেকেই তাদের ওয়েবসাইটে আবেদন করতে হয়। আবেদন করার সময় নাম, ফোন নম্বর, দ্বীপটিতে যাওয়ার আগ্রহের কারণ ইত্যাদি উল্লেখ করতে হয়।

ক্রিস্টিনা যদিও শুধু নারীদের জন্য দ্বীপটি তৈরি করেছেন, তথাপিও তিনি কিন্তু পুরুষবিদ্বেষী নন। তিনি পুরুষদের ভালোবাসেন। এ জন্য ভবিষ্যতে শুধু ভদ্র পুরুষদের জন্যও আলাদাভাবে একটি দ্বীপ রিসোর্ট তৈরির পরিকল্পনাও রয়েছে তার। ক্রিস্টিনার এমন উদ্যোগকে স্বাগত জানাই।

প্রিয় লাইফ/ফারজানা/আজাদ চৌধুরী

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...