ছবি সংগৃহীত

২৪ ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক করার নির্দেশ

একইসঙ্গে আদালতের রায়ের বিরুদ্ধে কর্মসূচি বেআইনি হবে না কেন জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ০১ মার্চ ২০১৭, ০৯:৩৫ আপডেট: ১৩ আগস্ট ২০১৮, ০১:১৬
প্রকাশিত: ০১ মার্চ ২০১৭, ০৯:৩৫ আপডেট: ১৩ আগস্ট ২০১৮, ০১:১৬


ছবি সংগৃহীত

ফাইল ছবি

(প্রিয়.কম) আগামী ২৪ ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাকি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আদালতের রায়ের বিরুদ্ধে কর্মসূচি বেআইনি হবে না কেন জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। পরিবহন শ্রমিকদের অব্যাহত ধর্মঘট ও সড়ক অবরোধের পরিপ্রেক্ষিতে করা এক রিট আবেদনের প্রেক্ষাপটে এই রুল জারি করা হয়।

১ মার্চ বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রিটের শুনানিতে এই আদেশ দেন।

এর আগে আজ সকালে পরিবহন শ্রমিকদের অব্যাহত ধর্মঘট ও সড়ক অবরোধের পরিপ্রেক্ষিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সড়কে গণপরিবহন চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। এ ছাড়া ২৪ ঘণ্টার মধ্যে যেসব যানবাহন রাস্তায় নামবে না সেসব যানবাহনের লাইসেন্স বাতিলের নির্দেশনাও চাওয়া হয়েছে এই রিটে।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে সুপ্রিম কোর্টের তিন ‍আইনজীবী এ রিট দায়ের করেন। রিটের পক্ষে শুনানি করবেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ।

প্রিয় সংবাদ/খোরশেদ/রিমন

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...