অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ফাইল ছবি

যারা ফটকাবাজার বলে তারা পুঁজিবাজারের শত্রু: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী বলেন, ‘এক সময় পুঁজিবাজারে কোন শৃঙ্খলা ছিলনা। গত ৭ বছরের চেষ্টায় এখানে শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে। পুঁজিবাজার এখন বিকাশমান একটি খাত।’

জেলা প্রতিনিধি
প্রিয়.কম
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৮, ১৬:১৫ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ১৯:৪৮
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৮, ১৬:১৫ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ১৯:৪৮


অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ফাইল ছবি

(প্রিয়.কম) যারা পুঁজিবাজারকে ফটকাবাজার বলেন তারা পুঁজিবাজারের চরম শত্রু বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ২০ জানুয়ারি শনিবার বেলা ১১টায় সিলেট নগরীর আমান উল্লাহ কনভেনশন সেন্টারে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত ‘বিনিয়োগকারী ও উদ্যোক্তা কনফারেন্স এবং বিনিয়োগ শিক্ষা মেলার’ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘পুঁজিবাজার ফটকাবাজির জায়গা নয় বরং দেশের উন্নয়নে, জনগণের ক্ষমতায়নেও এ বাজারের গুরুত্ব অপরিসীম। এক সময় পুঁজিবাজারে কোন শৃঙ্খলা ছিল না। গত ৭ বছরের চেষ্টায় এখানে শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে। পুঁজিবাজার এখন বিকাশমান একটি খাত। কেবল ভাগ্যের উপর নির্ভর না করে জেনেশুনে এ মার্কেটে বিনিয়োগ করা উচিত।’

তিনি আরও বলেন, ‘বিনিয়োগকারীদের জানাতে ও বোঝাতে এই কনফারেন্স এবং মেলার আয়োজন করেছে বিএসইসি। আমি মনে করি, এ মেলা ও কনফারেন্সের মাধ্যমে সিলেটসহ সারা দেশের বিনিয়োগকারীরা উপকৃত হবেন।’

বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থান নিয়ে সন্তোষ প্রকাশ করে আবদুল মুহিত বলেন, ‘এটি এখন আন্তর্জাতিক মানের একটি বাজারে পরিণত হয়েছে। বাংলাদেশের পুঁজিবাজার যাবতীয় সমস্যা পেরিয়ে এখন একটি দ্রুত বিকাশমান খাত।’

আগামী দুই বছরে এ বাজারের অবস্থান ও ভিত্তি আরও মজবুত হবে বলেও অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। পুঁজিবাজারের বিকাশে জনগণের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ হলেও পুঁজির বিকাশ পুঁজিবাজারকেই ঘটাতে হবে, এটা ব্যাংক বা জনগণের দায়িত্ব নয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসইসি চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। সকাল সোয়া ১১টার দিকে অর্থমন্ত্রী কনফারেন্স ও বিনিয়োগ শিক্ষামেলার উদ্বোধন ঘোষণা করেন। আজ বিকেল চারটায় মেলা সমাপ্ত হবে।

প্রিয় সংবাদ/শিরিন

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...