সোস্যাল ইসলামী ব্যাংকের একটি শাখা। ছবি: সংগৃহীত

সোস্যাল ইসলামী ব্যাংকের ৭ পরিচালকের পদত্যাগ

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে ব্যাংকটির চেয়ারম্যান আনোয়ারুল আজিম আরিফ জানান, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ওই সাত পরিচালক। তবে একই সভায় নতুন করে নয় জন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

আবু আজাদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৭, ১৯:৪১ আপডেট: ১৯ আগস্ট ২০১৮, ২৩:১৬
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৭, ১৯:৪১ আপডেট: ১৯ আগস্ট ২০১৮, ২৩:১৬


সোস্যাল ইসলামী ব্যাংকের একটি শাখা। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) সোস্যাল ইসলামী ব্যাংকের সাত পরিচালক একযোগে পদত্যাগ করেছেন। জানা গেছে, গত ১৩ নভেম্বর সোমবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের এক সভায় তারা পদত্যাগের সিদ্ধান্ত জানান। পদত্যাকারী সাত পরিচালকের মধ্যে চার জন স্বতন্ত্র এবং অপর তিনজন শেয়ারধারী।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে ব্যাংকটির চেয়ারম্যান আনোয়ারুল আজিম আরিফ জানান, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ওই সাত পরিচালক। তবে একই সভায় নতুন করে নয় জন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বিভিন্ন কারণে বেশ কিছু দিন ধরে সোস্যাল ইসলামী ব্যাংকে অস্থিতিশীলতা বিরাজ করছে। এর আগে সর্বশেষ গত ৩০ অক্টোবর ব্যাংকটির পরিচালনা পর্ষদের এক সভায় চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পদত্যাগ করেন। ওই সভায়ই নতুন চেয়ারম্যান হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আরিফকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রিয় সংবাদ/শান্ত   

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...