দ্বিতীয় ইনিংসে নাথান লায়নের বলে স্টাম্পিং হওয়ার পর সাব্বির রহমান। ছবি: প্রিয়.কম

আউট হয়েও রেকর্ড গড়লেন সাব্বির

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসের ৮১তম ওভারে নাথান লায়নের করা দ্বিতীয় ডেলিভারিটা টেনে মারতে গিয়ে ভারসাম্য হারান সাব্বির রহমান।

জুবায়ের আহমেদ তানিন
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২৬ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ১১:০০
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২৬ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ১১:০০


দ্বিতীয় ইনিংসে নাথান লায়নের বলে স্টাম্পিং হওয়ার পর সাব্বির রহমান। ছবি: প্রিয়.কম

(প্রিয়.কম) চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসেই নাথান লায়ন-ম্যাথু ওয়েড যুগলবন্দীতে আউট হয়েছেন সাব্বির রহমান। প্রথম ইনিংসে অফস্পিনার লায়নের বলে পুল করতে গিয়ে ভারসাম্য হারিয়ে স্টাম্পিংয়ের শিকার হন ডানহাতি এই ব্যাটসম্যান। দ্বিতীয় ইনিংসে সেই লায়নের বলেই উইকেটরক্ষক ওয়েডের কাছে স্টাম্পিং হয়েছেন সাব্বির। এক টেস্টের দুই ইনিংসে স্টাম্পিং হয়ে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েছেন তিনি।

প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে এক টেস্টের দুই ইনিংসে স্টাম্পিং হয়েছেন সাব্বির। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ২০তম ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ডের তালিকায় নাম যুক্ত হল তার। এক টেস্টের দুই ইনিংসে সর্বপ্রথম স্টাম্পিং হয়েছিলেন সাবেক ইংলিশ ক্রিকেটার আলবার্ট হর্নবি। সাব্বিরের আগে এই তালিকার সর্বশেষ সংযোজন ক্যারিবিয়ান পেসার কেমার রোচ। 

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসের ৮১তম ওভারে নাথান লায়নের করা দ্বিতীয় ডেলিভারিটা টেনে মারতে গিয়ে ভারসাম্য হারান সাব্বির রহমান। বল জমা পড়ে উইকেটরক্ষক ওয়েডের গ্লাভসে। সেই সুযোগে তিনি ভেঙে দেন উইকেট। অনফিল্ড আম্পায়ার আউট ঘোষণা করেন সাব্বিরকে। দ্বিতীয় ইনিংসে উইকেট ছেড়ে বেরিয়ে এসে লায়নের বলটা খেলতে গিয়ে টার্নের কাছে পরাস্ত হন সাব্বির। সেই সুযোগটা লুফে নিয়ে সাব্বিরকে আবারও স্টাম্পিং করেন ওয়েড। 

প্রিয় স্পোর্টস/ শান্ত মাহমুদ

 

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...