আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। ফাইল ছবি

রোহিঙ্গাদের অবশ্যই নিজ দেশে ফিরে যেতে হবে: নাসিম

‘সেদেশের সরকার যেন এ বর্বর হত্যাকাণ্ড বন্ধ করে। এটা মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে।’

সজিব ঘোষ
সহ-সম্পাদক, নিউজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৭, ২১:১০ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ১৪:১৬
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৭, ২১:১০ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ১৪:১৬


আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। ফাইল ছবি

(প্রিয়.কম) রোহিঙ্গাদের অবশ্যই নিজ দেশে ফিরে যেতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘মানবিক কারণে তাদের আশ্রয় দেওয়া হয়েছে। কিন্তু মানবিক কারণ এই নয় যে, তারা এখানে দীর্ঘদিন এদেশে থাকবে।’

১২ সেপ্টেম্বর মঙ্গলবার টাঙ্গাইলের মধুপুর উপজেলা মিলনায়তনে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় টাঙ্গাইলের মধুপুর ও ঘাটাইল উপজেলায় অতি দরিদ্রদের স্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে ‘স্বাস্থ্যকার্ড বিতরণ’ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা মায়ানমার সরকারকে অনুরোধ করবো তারা যেন দ্রুততম সময়ে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়। সেদেশের সরকার যেন এ বর্বর হত্যাকাণ্ড বন্ধ করে। এটা মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে।’

তিনি বলেন, ‘এই বর্বর হত্যাকাণ্ড বন্ধের জন্য বিশ্ববাসী ও জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানানো হয়েছে। তারা যেন মানবিক কারণে এগিয়ে আসে। রোহিঙ্গাদের পূর্ণবাসনের ব্যবস্থা মায়ানমারে করেন। বিশ্বের বড়বড় রাষ্ট্র উদ্যোগ নিয়ে মায়ানমারে নিজ দেশে রোহিঙ্গাদের দ্রুত পুনর্বাসন করেন।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের চিকিৎসা সেবাসহ সবধরনের মানবিক সহায়তা দেয়া হচ্ছে। রোহিঙ্গাদের ফেরত নিতে বা রোহিঙ্গা সমস্যা সমাধানকল্পে ভারত-চীনসহ সব দেশ বাংলাদেশের পাশে থাকবে। রোহিঙ্গাদের নিয়ে সন্ত্রাস বা জঙ্গিবাদের কোনো হুমকী বা চাপ অনুভব করছে না বর্তমান সরকার। তবে তাদেরকে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ফেরত নিতে হবে।’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য ড. আব্দুর রাজ্জাক, বঙ্গবঙ্গু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল ইসলাম খান ও টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নূরুল আমিন বক্তব্য রাখেন।

প্রিয় সংবাদ/সজিব 

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...