সর্বশেষ সহিংসতায় বাংলাদেশে পালিয়ে এসেছে প্রায় সাড়ে চার লাখ রোহিঙ্গা। ছবি: স্টার মেইল

‘রোহিঙ্গারা এখনও অনুপ্রবেশকারী’

মিয়ানমার থেকে পালিয়ে অাসার পর যেসব শিশুর জন্ম হচ্ছে তাদের জন্মনিবন্ধন করে রাখা হচ্ছে। ওখানে লেখা হচ্ছে এরা মিয়ানমারের নাগরিক।

হাসান আদিল
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৬:২৪ আপডেট: ১৯ আগস্ট ২০১৮, ০৩:০০
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৬:২৪ আপডেট: ১৯ আগস্ট ২০১৮, ০৩:০০


সর্বশেষ সহিংসতায় বাংলাদেশে পালিয়ে এসেছে প্রায় সাড়ে চার লাখ রোহিঙ্গা। ছবি: স্টার মেইল

(প্রিয়.কম) বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা এখন পর্যন্ত অনুপ্রবেশকারী, শরণার্থী নয় বলে জানিয়েছেন ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল।

২৫ সেপ্টেম্বর সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সচিব এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এখনও রোহিঙ্গারা শরণার্থী হিসেবে বিবেচিত নয়। কারণ এটা দ্বিপাক্ষিক আলোচনা হবে, এই আলোচনার পর যদি দেখা যায় এটা দীর্ঘমেয়াদী হয়, তখনই বিষয়টি বিবেচনায় আসবে। এখন কিন্তু (বিবেচনায়) আসার সময় হয়নি। তাছাড়া মিয়ানমার থেকে পালিয়ে অাসার পর যেসব শিশুর জন্ম হচ্ছে তাদের জন্মনিবন্ধন করে রাখা হচ্ছে। ওখানে লেখা হচ্ছে এরা মিয়ানমারের নাগরিক।’

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউনএনএইচসিআরের হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে ত্রাণমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা প্রায় সাড়ে চার লাখ ছাড়িয়েছে। তাদেরকে অস্থায়ীভাবে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’

সমস্যার সমধান না হলে রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানচরে থাকার ব্যবস্থা করা হবে বলে জানান মন্ত্রী। তাছাড়া কক্সবাজারে রোহিঙ্গাদের থাকার জন্য বরাদ্ধ করা অস্থায়ী ক্যাম্পে অভ্যন্তরীণ সড়ক উন্নয়নে ৩৫ কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। 

প্রিয় সংবাদ/রিমন

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...