অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ফাইল ছবি

মামলা থাকায় রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা যাচ্ছে না: অর্থমন্ত্রী

গত বছরের ৩০ মে অর্থমন্ত্রীর আবুল মাল আবদুল মুহিতের কাছে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেয় অর্থ মন্ত্রণালয়ের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি।

আয়েশা সিদ্দিকা শিরিন
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০১৭, ১৬:০০ আপডেট: ১৭ আগস্ট ২০১৮, ২৩:১৬
প্রকাশিত: ০৫ আগস্ট ২০১৭, ১৬:০০ আপডেট: ১৭ আগস্ট ২০১৮, ২৩:১৬


অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ফাইল ছবি

(প্রিয়.কম) অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনে মামলা থাকার কারণে আমরা তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে পারছি না। ফিলিপাইনে মামলার সুরাহা না হওয়া পর্যন্ত এটি সম্ভব না।’

৫ আগস্ট শনিবার সিলেট নগরের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে একটি সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ইতোমধ্যে রিজল ব্যাংক বলেছে, আমরা টাকা দেব না। এ অবস্থায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করলে একটু অসুবিধা হবে।’

বিশ্বজুড়ে আলোচিত পানামা পেপার্সে বাংলাদেশিদের নাম প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘অনেকের নাম এসেছে। তবে আমাদের এখানে আমি যেটা শুনেছি, এটা এত অথেনটিক না। বিষয়টি নিয়ে দুদক তদন্ত করছে।’

প্রসঙ্গত, ফিলিপাইনের ইংরেজি দৈনিক ইনকোয়ারারে গত বছরের ২৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির ঘটনায় একটি প্রতিবেদন প্রকাশ করে। এরপর বিষয়টি আলোচনায় আসে।

এ ঘটনার তদন্তে গত বছরের ১৫ মার্চ কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করে অর্থ মন্ত্রণালয়। পরে ৩০ মে অর্থমন্ত্রীর আবুল মাল আবদুল মুহিতের কাছে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেয় এ কমিটি।

গত ২০ জুন মঙ্গলবার জাতীয় সংসদে মো. আবদুল্লাহর (লক্ষ্মীপুর-৪) লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া ১০১ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে ৩৪ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলার উদ্ধার হয়েছে।

প্রিয় সংবাদ/শান্ত 

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...