ছবি সংগৃহীত

ফের পিছিয়েছে রিজার্ভ চুরির প্রতিবেদন জমা

১২টি নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ার পর ১৮ এপ্রিল নতুন দিন ধার্য করা হয়েছে।

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৭, ০৯:২৩ আপডেট: ১৭ আগস্ট ২০১৮, ১২:৪৮
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৭, ০৯:২৩ আপডেট: ১৭ আগস্ট ২০১৮, ১২:৪৮


ছবি সংগৃহীত

ফাইল ছবি

(প্রিয়.কম) যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের করা মামলায় প্রতিবেদন দাখিলের জন্য আদালতের কাছ থেকে আবারও সময় নিয়েছে পুলিশ। ১২টি নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ার পর ১৮ এপ্রিল নতুন দিন ধার্য করা হয়েছে।

১৯ মার্চ রোববার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত সুপার রায়হান উদ্দিন খান আরও সময় চেয়ে আবেদন জানালে ঢাকার মহানগর হাকিম এ কে এম মঈনুদ্দীন সিদ্দিকী এ দিন ঠিক করেন।

আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জালাল উদ্দিন জানান, গত বছরের ১৬ মার্চ আদালত মামলাটির তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশের পর সর্বমোট ১২টি নির্ধারিত দিনে তা জমা দিতে ব্যর্থ হলো সিআইডি।

এর আগে এই মামলায় গত ১৫ ফেব্রুয়ারি প্রতিবেদন জমা দিতে পারেনি সিআইডি।

প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংকের অ্যাকউন্ট থেকে ১০১ মিলিয়ন মার্কিন ডলার তুলে নেয় দুর্বৃত্তরা।

প্রিয় সংবাদ/মেহেদী/কামরুল

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...