মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ছবি: প্রিয়.কম

বৃষ্টির বাগড়ায় সিলেট-খুলনা ম্যাচ

বিপিএলের পঞ্চম আসরের ১৫তম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা খুলনা ও সিলেটের।

মেহেরিনা কামাল মুন
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৭, ১৪:১৪ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ১৭:১৬
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৭, ১৪:১৪ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ১৭:১৬


মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ছবি: প্রিয়.কম

(প্রিয়.কম) বৃষ্টির বাধায় পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ১৫ নভেম্বর বুধবার স্থানীয় সময় দুপুর ১টায় মুখোমুখি হওয়ার কথা ছিল খুলনা টাইটানস ও সিলেট সিক্সারসের। কিন্তু আকাশ মেঘলা ও গুড়ি গুড়ি বৃষ্টির কারণে ম্যাচ শুরু হয়নি।

প্রথমে দুপুর দেড়টায় শুরু হওয়ার কথা থাকলেও সে সময়ও ম্যাচ শুরু করা যায়নি। পরবর্তীতে কখন ম্যাচ শুরু হতে পারে সে সম্পর্কে জানা যায়নি।

বিপিএলের পঞ্চম আসরের ১৫তম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা খুলনা ও সিলেটের। এর আগে পাঁচ ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে অবস্থান করছে সিলেট। পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে থাকা খুলনার পয়েন্ট চার ম্যাচে চার। মাত্র দুই ম্যাচে জয় পেয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এর আগে নাসির হোসেনের সিলেটের মুখোমুখি হয়ে ছয় উইকেটে জিতেছিল খুলনা।

প্রিয় স্পোর্টস/আশরাফ

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...