ম্যাচসেরা আবু জায়েদ রাহি। ছবি: প্রিয়.কম

টিকেটের চাপে সিলেটে ব্যর্থ রাহি!

সিলেটে জন্ম। বেড়ে ওঠাও সেখানে। কিন্তু পেশাদার ক্রিকেটার হওয়ায় সব সময় নিজ বিভাগের হয়ে খেলা হয় না আবু জায়েদ রাহির।

শান্ত মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৭, ১৮:২২ আপডেট: ১৮ আগস্ট ২০১৮, ১৭:৩২
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৭, ১৮:২২ আপডেট: ১৮ আগস্ট ২০১৮, ১৭:৩২


ম্যাচসেরা আবু জায়েদ রাহি। ছবি: প্রিয়.কম

(প্রিয়.কম) সিলেটে জন্ম। বেড়ে ওঠাও সেখানে। কিন্তু পেশাদার ক্রিকেটার হওয়ায় সব সময় নিজ বিভাগের হয়ে খেলা হয় না আবু জায়েদ রাহির। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) তাই হয়েছে। ডানহাতি এই পেসার খেলছেন খুলনা টাইটান্সের হয়ে। খুলনার হয়ে ঘরের মাঠ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুটি ম্যাচ খেলে এসেছেন রাহি। কিন্তু বল হাতে কিছুই করতে পারেননি। না পারার কারণ হিসেবে টিকেটের চাপের কথা বললেন খুলনার এই পেসার।

ঢাকায় ফিরতেই বল হাতে জ্বলে উঠেছেন রাহি। রোববার মিরপুরে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৩৫ রান খরচায় তুলে নিয়েছেন চার উইকেট। টি-টোয়েন্টি ক্যারিয়ারে যা তার সেরা বোলিং ফিগার। কিন্তু ঘরের মাঠে এই রাহির দেখা মিলল না কেন? ম্যাচসেরা রাহি মজার ছলে জানালেন, ঘরের মাঠ হওয়াতে তার ওপর বেশি প্রত্যাশা ছিল। এছাড়া টিকেটের জন্য অনেক ফোন পেয়েছেন। এই দুই চাপে কুলিয়ে উঠতে পারেননি।

সিলেটে খেলা দুই ম্যাচে দুটি উইকেট পেয়েছেন রাহি। সিলেটে বিপিএলের উদ্বোধনী ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ২৯ রান খরচায় দুটি উইকেট নেন ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা এই পেসার। পরের ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে ৪০ রান খরচা করেও থাকেন উইকেটশূন্য। এমন অনুজ্জ্বল পারফরম্যান্সের কারণ হিসেবে রাহি বলেন, ‘ঘরের মাঠে একটু চাপ। তার উপর টিকেটের জন্য অনেক বেশি চাপ ছিল। আউট অব ক্রিকেট ছিলাম। হয়তো বা এ জন্য হয়নি।’

খুলনাকে দ্বিতীয় জয় এনে দেওয়ার পথে বল হাতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন রাহি। চার উইকেট নেয়ার পথে চিটাগংয়ের দুই ওপেনারকেই সাজঘরের পথ দেখিয়েছেন তিনি। বিশেষ করে চিটাগংয়ের নিউজিল্যান্ড ওপেনার লুক রনচির উইকেট পাওয়ায় তৃপ্তই দেখিয়েছে তাকে। কারণ আগের কয়েক ম্যাচে ব্যাট হাত ঝড়ই তুলেছেন রনচি। তবুও কিছুটা হতাশ রাহি। কারণ চার ওভারে খরচা করেছেন ৩৫ রান। এ নিয়ে বলছেন, ‘আমার কাছে মনে হয়েছে একটু ব্যয়বহুল। তবে ঠিক আছে, চারটা ভাল উইকেট। ব্যয়বহুল হলেও ম্যাচ জেতায় ভাল লাগছে।’

ঘরোয়া ক্রিকেটে অনেকটা নিয়মিতভাবেই পারফর্ম করেন আবু জায়েদ রাহি। কিন্তু মিডিয়া কভারেজ সেভাবে মেলে না। বিপিএলে পারফর্ম করলে সেই আক্ষেপ থাকে না বলে মনে করেন তিনি। বিষয়টি উপভোগ করেন রাহি, ‘অবশ্যই ভাল লাগছে। জাতীয় লিগে পারফর্ম করি কিন্তু মিডিয়া কভারেজ একটু কম। এখানে পারফর্ম করলে সব মিডিয়ায় আসে। ফেসবুক থেকে শুরু করে সব সামাজিক মাধ্যমে আসে। তাই বেশি ভাল লাগে।’

 

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...