প্রিয় উডল্যান্ড জুতা। ছবি: সংগৃহীত

‘পার্পল ড্রিম’- প্রিয় উডল্যান্ড (পর্ব ৪৬)

রাতে যদি তোমাকে আলাদা রেখে ঘুমিয়ে যাই, তবে কেউ যদি তোমার লোভে পরে চুরি করে নিয়ে যায়! তখন আমার দুঃখ, কষ্ট আর হতাশার কোনো সীমা থাকবে না। কারণ ভালোবাসার আর অবাধ্য ভ্রমণ নেশার যাবতীয় অনুষঙ্গের মধ্যে আমার সবচেয়ে প্রিয় তুমি!

সজল জাহিদ
লেখক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৮, ২০:৫৩ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ১৩:৪৮
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৮, ২০:৫৩ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ১৩:৪৮


প্রিয় উডল্যান্ড জুতা। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) জীবনে নানা রকম অম্ল-মধুর সম্পর্ক, ভাবনা-চিন্তা আর অনুষঙ্গের মধ্যে তুমি আমার অন্যতম কোমল অনুভূতি জুড়ে আছ। তোমার মত দামি আর দুর্লভ কিছু পেতে, জীবনের ৩২ বসন্ত পেরিয়ে আসতে হয়েছে আমাকে। কতবার তোমার কাছাকাছি গিয়েছি, কিন্তু তোমাকে পাওয়া হয়ে ওঠেনি, তুমি জানো না। তাই তোমাকে যেদিন তার কাছ থেকে উপহার হিসেবে পেলাম সেদিন থেকে আরও প্রায় এক বছর সময় নিয়েছি, তোমাকে উপভোগ করতে।

তাই তোমার মতো স্বপ্নের কাউকে নিয়ে প্রথম দারুণ কোনো স্বপ্ন পূরণের কাছাকাছি যাব ভেবে রেখেছিলাম। যে কারণে তোমাকে নিজের করে পাবার এক বছর পরে তোমাকে নিয়ে সান্দাকুফু গিয়েছিলাম, একটা অন্যতম স্বপ্ন পূরণ করতে। দারুণ উপভোগ্য আর অসম্ভব রোমাঞ্চকর ছিল তোমাকে নিয়ে পথ চলা, তোমার সাথে এগিয়ে যাওয়া, পাহাড়ের পর পাহাড় পেরিয়ে গিয়ে, সান্দাকফুর স্বপ্ন চূড়ায় উঠে তোমাকে নতুন করে অনুভব করা।

কিন্তু সান্দাকফু থেকে একা একা ফেরার পথে, অনবরত ঝরতে থাকা পাথরের গুড়োর মতো বৃষ্টির ফোঁটা যখন আমাকে আঘাত করছিল, যখন অস্বাভাবিক ঝড়ো হাওয়া আমাকে বারবার পাহাড় থেকে উড়িয়ে নিয়ে অন্য পাহাড়ে ফেলে দিতে চাইছিল, তখনও আমার সবটুকু ভাবনা ছিল আমার যায় হয় হোক, তোমার যেন কোনোরকম ক্ষতি না হয়! তোমার এতটুকু ক্ষতিও আমি সইতে পারব না। বিধাতার কাছে বারবার বলেছি যত যা হয় হোক, তোমার যেন কিছু না হয়। যদি শেষ পর্যন্ত একেবারে ভিজে জবুথবু তোমাকে নিয়ে ফিরেছিলাম। কাপড় বদলে, একটু বিশ্রাম নিয়েই তোমার সেবায় লেগে পড়েছিলাম, উত্তপ্ত উনুনের পাশে এবং তোমাকে অবশেষে অক্ষত অবস্থায় নিয়ে ফিরতে পেরেছিলাম।

ফিরে এসে তোমাকে ঠিক আগের মতো করে, যত্ন করে আগলে রেখেছিলাম! তোমাকে নিয়ে কোন রকম ঝুঁকি নিতে আমি রাজি নই, কিছুতেই। পাছে কেউ আবার লোভে পরে, চুরি করে নিয়ে যায় তোমাকে! সেই শঙ্কায়।

এরপর তোমাকে নিয়ে গেলাম আর একটা স্বপ্ন পূরণ করতে লাদাখে। লাদাখ গিয়ে তোমার প্রতি ভালোবাসা আর টানটা যেন আরও বেড়ে গেল! লাদাখ গিয়ে তোমার প্রেমে আবারও পড়লাম নতুন করে! কিন্তু ট্যুরের ৯৫ ভাগ শেষ করে, শ্রীনগর থেকে প্লেনে করে যখন ফেরার পথ ধরে ছিলাম। আর প্লেন থেকে নেমে, নির্মম বাস্তবতার শিকার হয়ে যখন ফুটপাতেই থাকতে হবে বুঝতে পারলাম, ঠিক তখনই সবকিছু বাদ দিয়ে তোমার ভাবনায় আগে পড়লাম। চিন্তিত হলাম আর কিছু শঙ্কা আমাকে ঘিরে ধরল।

রাতে যদি তোমাকে আলাদা রেখে ঘুমিয়ে যাই, তবে কেউ যদি তোমার লোভে পরে চুরি করে নিয়ে যায়! তখন আমার দুঃখ, কষ্ট আর হতাশার কোনো সীমা থাকবে নাকারণ ভালোবাসার আর অবাধ্য ভ্রমণ নেশার যাবতীয় অনুষঙ্গের মধ্যে আমার সবচেয়ে প্রিয় তুমি! তাই কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে চাই না। কোনো কিছুর বিনিময়ে আমি তোমার কোনো ক্ষতি সহ্য করতে পারব নাঅনেক স্বপ্ন দেখে, অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক অপেক্ষার পরে যে তোমাকে পেয়েছি, তোমার প্রতি মায়া, টান আর ভালোবাসাটা অনুভূতিটুকু ভীষণ সুক্ষ আর দুর্বলতম।

তাই কোনো ঝুঁকি না নিয়ে তোমাকে নিয়েই ঘুমিয়ে পড়েছিলাম, কলকাতার ফুটপাতে! সকালে ঘুম ভাঙতেই তাই কোনো কিছু খোঁজার আগে তোমার খোঁজ নিয়েছি, পায়ের সাথে আছ কিনা? হ্যাঁ ঠিক ছিল, আর তাই নিশ্চিন্ত হয়ে ফিরে এসেছি তোমাকে নিয়েই!

তুমি আমার অনেক অপেক্ষার, ভীষণ আদরের, গভীর ভালোবাসার আর সবচেয়ে দুর্বলতম ভ্রমণ অনুষঙ্গ। প্রিয় উডল্যান্ড জুতা...

 

পার্পল ড্রিমের অন্যান্য পর্বগুলো পড়ুন এখানে। 

 'পার্পল ড্রিম' - পূর্বকথা (পর্ব ১)

 'পার্পল ড্রিম'- দুশ্চিন্তা নিয়ে যাত্রা শুরু (পর্ব ২)

 'পার্পল ড্রিম'- তিস্তা একপ্রেস ও দুধ কুমারীর হাড়ি ভাঙা (পর্ব ৩)

 'পার্পল ড্রিম'- কলকাতার আলুসেদ্ধ গরম ও এক পশলা বৃস্টি (পর্ব ৪)

'পার্পেল ড্রিম'- কালকা মেইলের দিন-রাত্রি (পর্ব ৫)

'পার্পল ড্রিম'- কেন কালকা মেইলে? (পর্ব ৬)

'পার্পল ড্রিম'- স্বপ্নের টয় ট্রেনে (পর্ব ৭)

'পার্পল ড্রিম'-একটি মানবিক গল্প (পর্ব ৮)

 'পার্পল ড্রিম'- সুখের শহর সিমলা (পর্ব ৯)

'পার্পল ড্রিম'- সিমলা-একহাতে সুখ যার অন্য হাতে দুঃখ! (পর্ব ১০)

'পার্পল ড্রিম'- অলস শহর মানালিতে (পর্ব ১১)

 'পার্পল ড্রিম'- হোটেল ও আপেল বিভ্রাট (পর্ব ১২)

'পার্পল ড্রিম'- একটু বৃষ্টি, আর একটু মাতলামির গল্প (পর্ব ১৩)

'পার্পল ড্রিম'- বিয়াসের তীরে আলসেমিতে (পর্ব ১৪)

'পার্পল ড্রিম'-সেদিনও বৃষ্টি (পর্ব ১৫)

'পার্পল ড্রিম'- স্বপ্নের পথে যাত্রা শুরু (পর্ব ১৬)

'পার্পল ড্রিমবিয়াসের উৎপত্তি স্থল ও রোথাং পাসের রোমাঞ্চ (পর্ব ১৭)

'পার্পল ড্রিম'-কেলং-জিসপা না সারচু? (পর্ব ১৮)

 'পার্পল ড্রিম'-সারচুর সোনা পাহাড় ও নির্ঘুম রাত (পর্ব ১৯)

'পার্পল ড্রিম'-পাঙএকটি জনপদের গল্প (পর্ব ২০)

'পার্পল ড্রিম'- রুক্ষ ভালোবাসার শহর লেহ (পর্ব ২১)

'পার্পল ড্রিম'- পার্পল ড্রিম এর মামা বাড়ি (পর্ব ২২) 

'পার্পল ড্রিম'- পার্পল ড্রিম এর শ্বশুরবাড়ি (পর্ব ২৩)

'পার্পল ড্রিম'- ভ্রমণে নদীর আকর্ষণ! (পর্ব ২৪) 

'পার্পল ড্রিম'- ম্যাজিক্যাল ম্যাগনেটিক হিল! (পর্ব ২৫)

'পার্পল ড্রিম' সঙ্গম-ইন্দাস ও জান্সকারের! (পর্ব ২৬)

'পার্পল ড্রিম' স্বর্গের বিছানা থেকে শুভ সকাল (পর্ব ২৭)

'পার্পল ড্রিম'- পাহাড় থেকে লাফ! একটি স্বপ্ন পূরণ (পর্ব ২৮)

'পার্পল ড্রিম'- গার্লফ্রেন্ড না রয়েল এনফিল্ড! (পর্ব ২৯)

'পার্পল ড্রিম'- খারদুংলা টপ! ১৮,৩৮০ ফুট! (পর্ব ৩০)

'পার্পল ড্রিম’ - খারদুংলা চূড়ায় প্রথম বাংলাদেশী! (পর্ব ৩১)

'পার্পল ড্রিম' নুব্রাভ্যালী থেকে তুরতুক (পর্ব ৩২)

'পার্পল ড্রিম' তুরতুক-বিধাতার বিশেষ আশীর্বাদ (পর্ব ৩৩)

'পার্পল ড্রিম'- নুব্রাভ্যালী ও ক্যামেল সাফারির গল্প (পর্ব ৩৪)

'পার্পল ড্রিম'- ফুল কুমারীর গল্প (পর্ব ৩৫)

'পার্পল ড্রিম' -একটি কলা কাহিনী (পর্ব ৩৬)

'পার্পল ড্রিম' -নিশা, তুম বাড়ি মিঠি হো (পর্ব ৩৭)

'পার্পল ড্রিম' -নুব্রা থেকে প্যাংগং (পর্ব ৩৮)

'পার্পল ড্রিম'- প্যাংগং লেক (পর্ব ৩৯)

'পার্পল ড্রিম' - তিন আহাম্মকের গল্প (পর্ব ৪০) 

'পার্পল ড্রিম' -তুষার পাতের আশীর্বাদ (পর্ব ৪১)

'পার্পল ড্রিম'- কার্গিল-একটি যুদ্ধক্ষেত্র ভ্রমণের গল্প (পর্ব ৪২)

'পার্পল ড্রিম'-পতাকা ও একটি আক্ষেপ অনুভূতি (পর্ব ৪৩)

'পার্পল ড্রিম'-ভাইবারের ওয়েদার (পর্ব ৪৪)

'পার্পল ড্রিম'-বিমান থেকে ফুটপাতে (পর্ব ৪৫)  

 

সম্পাদনাঃ প্রিয় ট্রাভেল/ জিনিয়া

প্রিয় ট্রাভেল সম্পর্কে আমাদের লেখা পড়তে ভিজিট করুন আমাদের ফেসবুক পেইজে। যে কোনো তথ্য জানতে মেইল করুন [email protected] এই ঠিকানায়। ভ্রমণ বিষয়ক আপনার যেকোনো লেখা পাঠাতে ক্লিক করুন এই লিংকে - https://www.priyo.com/post

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...