নিত্যদিনের পরিষ্কার পরিচ্ছন্নতার একটি উপকরণ হলো হ্যান্ডওয়াশ। ছবি: নূর

প্রিয় টিপস ১৮ নভেম্বর, ২০১৭: নিজেই তৈরি করে নিন হ্যান্ডওয়াশ

চলুন, আজ দেখে নিই পুরনো সাবানের টুকরো দিয়ে ঘরেই হ্যান্ডওয়াশ তৈরি করে নেবার উপায়টি।

কে এন দেয়া
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৭, ১১:৪৭ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ১১:৪৮
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৭, ১১:৪৭ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ১১:৪৮


নিত্যদিনের পরিষ্কার পরিচ্ছন্নতার একটি উপকরণ হলো হ্যান্ডওয়াশ। ছবি: নূর

(প্রিয়.কম) টিপস বিভাগে আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করার, যা কিনা আপনাদের নিত্যদিনের কাজে লাগে খুব। তারই ধারাবাহিকতায় আজ রইলো দৈনন্দিন জীবনের সাথে জড়িত একটি টিপস। পড়েই দেখুন, হয়তো ভীষণ কাজে লেগে যাবে আপনারও।

প্রতিদিনই ব্যবহার করা হয় এমন একটি জিনিস হলো সাবান এবং হ্যান্ডওয়াশ। ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাতে যাবার আগে পর্যন্ত রয়েছে তার ব্যবহার। সাবানের বার ব্যবহার করতে করতে ছোট হয়ে যায় এবং এক সময়ে এতই ছোট হয়ে যায় যে তা আর ব্যবহার করা যায় না। তখন অনেকেই তা ফেলে দেন। তা না করে বরং আরো ভালো একটি কাজ করতে পারেন। চলুন, আজ দেখে নিই পুরনো সাবানের টুকরো দিয়ে ঘরেই হ্যান্ডওয়াশ তৈরি করে নেবার উপায়টি।

এর জন্য কয়েকটি পুরনো সাবানের টুকরো গ্রেটারে একদম গুঁড়ো করে নিন। এগুলো একটি পাত্রে করে মাইক্রোওয়েভ করুন ৩০ সেকেন্ড। সাবান গলে গেলে ইচ্ছে করলে এতে কয়েক ফোঁটা ফুড কালার দিতে পারেন। সবটা ভালো করে মিশিয়ে একটি হ্যান্ডওয়াশের বোতলে ঢেলে নিন। এবার তা ব্যবহার করতে পারেন সাধারণ হ্যান্ডওয়াশ হিসেবে।

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...