জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন। ছবি: প্রিয়.কম

মিয়ানমারে শান্তিরক্ষী বাহিনী প্রেরণের দাবি শাওনের

‘রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়ে তাদের নিজ ভূমিতে ফিরিয়ে নিন, ধ্বংসপ্রাপ্ত বাড়ি-ঘর, সহায় সম্পদ পুনর্গঠন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করুন।’

সজিব ঘোষ
সহ-সম্পাদক, নিউজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৭, ২০:৩৪ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ১৫:৩২
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৭, ২০:৩৪ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ১৫:৩২


জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন। ছবি: প্রিয়.কম

(প্রিয়.কম) রোহিঙ্গাদের নিরাপত্তা দেয়ার জন্য মিয়ানমারে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করার দাবি জানিয়েছেন সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। তিনি জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান কমিশনের সুপারিশমালার পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য জাতিসংঘ সহ সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানান।

৬ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে রোহিঙ্গাদের জাতিগত নিধন বন্ধ ও তাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।

নুরুন্নবী চৌধুরী শাওন মিয়ানমারের উদ্দেশ্যে বলেন, ‘রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়ে তাদের নিজ ভূমিতে ফিরিয়ে নিন, ধ্বংসপ্রাপ্ত বাড়ি-ঘর, সহায় সম্পদ পুনর্গঠন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করুন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেত্রী নয়, তিনি সারা বিশ্বের মানবতার নেত্রী। তিনি বিপর্যস্ত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল।’

লালমোহন ফাউন্ডেশনের ঢাকার সভাপতি অধ্যাপক মোহাম্মদ হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ড. মো. হারুনূর রশীদ, ফাউন্ডেশনের সাবেক সভাপতি এম.এ মজিদ ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান বক্তব্য রাখেন।

প্রিয় সংবাদ/সজিব 

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...