নাসির হোসেন, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ। ছবি: এএফপি

তারা তিনজন বলেই কিছু বলছেন না পাপন!

চলছে সমালোচনা, দেওয়া হচ্ছে তিন ক্রিকেটারের পক্ষে-বিপক্ষে মত। তাসকিন, নাসির, শফিউলদের মুন্ডুপাত করতেও পিছপা হচ্ছেন না ক্রিকেটভক্তরা।

শান্ত মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৭, ২১:১০ আপডেট: ১৯ আগস্ট ২০১৮, ২৩:০০
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৭, ২১:১০ আপডেট: ১৯ আগস্ট ২০১৮, ২৩:০০


নাসির হোসেন, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ। ছবি: এএফপি

(প্রিয়.কম) ২০০ রানের বিশাল হার। এই বিশাল হারের সঙ্গে যোগ হয় হোয়াইটওয়াশের লজ্জাও। রাজ্যের হতাশা তখন বাংলাদেশ শিবিরে। কিন্তু সেই হতাশা হয়তো ছুঁয়ে যায়নি বাংলাদেশের তিন ক্রিকেটার তাসকিন আহমেদ, নাসির হোসেন ও শফিউল ইসলামকে। তাই তো ম্যাচ শেষের তিন ঘন্টার মধ্যেই এদের দেখা মেলে ক্যাসিনোতে। মুহূর্তেই খবর ভেসে আসে বাংলাদেশে।

চলছে সমালোচনা, দেওয়া হচ্ছে তিন ক্রিকেটারের পক্ষে-বিপক্ষে মত। তাসকিন, নাসির, শফিউলদের মুন্ডুপাত করতেও পিছপা হচ্ছেন না ক্রিকেটভক্তরা। ইস্ট লন্ডনের একটি ক্যাসিনোতে যাওয়ার ব্যাপারটি খুব বাজে দৃষ্টিতে দেখা না হলেও ঠিক এ সময় তাদের এমন চলাফেরা ভালভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। 

যে কারণে তিন ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত করা হবে বলে জানিয়েছেন বিসিবির সদ্য বিদায়ী সভাপতি নাজমুল হাসান পাপন। তারা সংখ্যায় তিনজন বলেই এখনও কিছু বলেননি পাপন। মঙ্গলবার মিরপুরে এ বিষয়ে তিনি বলেন, ‘একজন খেলোয়াড় হলে কিছু করা যেত। তিনজন খেলোয়াড় যেহেতু, তাই এখনই কিছু বলছি না। অবশ্যই এটা তদন্ত করে দেখা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে।’

ক্যাসিনোতে তাসকিন, নাসির, শফিউলদের জুয়া খেলার প্রমাণ মেলেনি। পাপন বলছেন, ‘ক্যাসিনোতে মানুষ যায় খেলতে, ওরা খেলতে যায়নি। সকলেই বলছে ওরা খেলেনি। ওখানে নাকি অন্যান্য জিনিস খাওয়া দাওয়া সবই ছিল। শপিং মলের মতো তো ওখানে কয়েকটা মেশিন বসানো থাকে। সেই জন্য হতে পারে। টিম ম্যানেজারের লিখিত রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ ব্যাপারে কথা বলতে চাই না।’

তিন ক্রিকেটারের বাইরে থাকা প্রসঙ্গে পাপন বলেন, ‘খেলোয়াড়রা রাত ১০টার পর বাইরে থাকতে পারে না। টিম হোটেলের সামনেই একটা শপিং মল আছে। ওখানটায় নাকি খেতে গিয়েছিল ওরা। যাওয়ার পর ডি ভিলিয়ার্স ও রাবাদার সঙ্গে দেখা হয় ওদের। ওখানে গল্প করে, ওদের সঙ্গেই ওরা ক্যাসিনো গিয়েছে। ১০টার মধ্যে ফেরার কথা। ১০টা ৩৪ মিনিটে হোটেলে পৌঁছেছে ওরা। রিপোর্ট দেখার পরে যা করার তাই করব।’

বিসিবি যেটাকে বিষয়বস্তু বানাচ্ছে সেদিকে সাধারণ মানুষের লক্ষ্য নেই। তাসকিন, নাসির ও শফিউল ক্যাসিনোতে জুয়া খেলেছেন কি না সেটা নিয়েও মাথা ব্যথা নেই তাদের। তাদের প্রশ্ন, দুই টেস্টে বিশাল হারের পর ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়া দলের সদস্য তিন ঘন্টার মধ্যেই ক্যাসিনোতে যাওয়ার মানসিকতা পায় কোত্থেকে? দলের এমন অবস্থার মধ্যেও নিয়ম ভেঙে ৩৪ মিনিট পর হোটেলে ফেরার সাহসই বা পায় কীভাবে?

 

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...