৫ জন অবেদনময়ী ‘মিস বামবাম’ সুন্দরী প্রতিযোগীর গোমাংস'র বিকিনি পরা ছবিটি সংগৃহীত।

গোমাংস বিকিনি পরে সুন্দরী প্রতিযোগিতায়!

রং বেরঙের বিকিনি ছেড়ে ব্রাজিলের ৫ জন অবেদনময়ী প্রতিযোগীর গোমাংসের বিকিনি পরা ছবি ইনস্টাগ্রামে প্রকাশ হলে নেট দুনিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়...

তাশফিন ত্রপা
ফিচার লেখক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৭, ১৩:১২ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ০৪:১৬
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৭, ১৩:১২ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ০৪:১৬


৫ জন অবেদনময়ী ‘মিস বামবাম’ সুন্দরী প্রতিযোগীর গোমাংস'র বিকিনি পরা ছবিটি সংগৃহীত।

(প্রিয়.কম) বিশ্বের অন্যান্য সব সুন্দরী প্রতিযোগিতাগুলোর মত  ব্রাজিলের ‘মিস বামবাম’ সুন্দরী প্রতিযোগিতারও রয়েছে বেশ জনপ্রিয়তা। এ বছর অনুষ্ঠিত হয়ে যাওয়া ব্রাজিলের ‘মিস বামবাম’ এর প্রতিযোগীরা গোমাংস'র বিকিনি পরে অংশ নেয় এই সুন্দরী প্রতিযোগিতায়। রং বেরঙের বিকিনি ছেড়ে ব্রাজিলের ৫ জন অবেদনময়ী প্রতিযোগীর গোমাংসের বিকিনি পরা ছবি ইনস্টাগ্রামে প্রকাশ হলে নেট দুনিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। তবে তাদের এভাবে গোমাংসের বিকিনি পরার পেছনে রয়েছে এক অসাধারণ উদ্দেশ্য।

মূলত বিনোদন জগতের নারীদের যৌন হয়রানি করা, এমনকি মডেলদের অবেদনময়ী শরীরকে, যৌন মাংসপিণ্ড হিসেবে দেখার প্রতি ধিক্কার জানিয়ে এই গোমাংস বিকিনি পরেন সুন্দরীরা। গোমাংসের এই পোশাকের মাধ্যমে শুধু প্রতিবাদই জানানো হয়নি, একাধারে সম্প্রতিক কালের প্রকাশিত যৌন হয়রানির শিকার হওয়া হলিউড অভিনেত্রীদেরও সন্মান প্রদর্শনও করা হয়েছে। ‘মিস বামবাম’ প্রতিযোগিতার এই বিস্ময়কর উদ্যোগ, মডেলিং এবং বিনোদন জগতের নারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানা যায় যুক্তরাজ্যের দ্য ইন্ডিপেন্ডেন্ট নামক সংবাদ মাধ্যম থেকে।

উল্লেখ্য ২০১০ সালে ‘এমটিভি মিউজিক এওয়ার্ড’ অনুষ্ঠানে পশুর মাংস দিয়ে তৈরি করা পোশাক পরে এসেছিলেন জনপ্রিয় মার্কিন সঙ্গীত শিল্পী লেডি গাগা। লেডি গাগার সেই পোশাকটিও ছিল যৌন নিপীড়নের প্রতিবাদের প্রতীক। জানা যায়, লেডি গাগার সেই মাংসের পোশাকের অনুকরণেই এ বছর ‘মিস বামবাম’ প্রতিযোগীরা গোমাংস বিকিনি পরে যৌন হয়রানির প্রতিবাদ জানান।

সূত্র:  দ্য ইন্ডিপেন্ডেন্ট

প্রিয় বিনোদন/সিফাত বিনতে ওয়াহিদ

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...