পিএসজির জার্সিতে নেইমার। ছবি: সংগৃহীত

নেইমারের সততা নিয়ে বার্সা সভাপতির প্রশ্ন!

নেইমার ও বার্সেলোনা সভাপতি হোসে মারিয়া বার্তোমেউয়ের মধ্যে বাক যুদ্ধ বিরামহীন চলছেই।

মেহেরিনা কামাল মুন
সহ-সম্পাদক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৭, ১২:১০ আপডেট: ১৮ আগস্ট ২০১৮, ২০:১৬
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৭, ১২:১০ আপডেট: ১৮ আগস্ট ২০১৮, ২০:১৬


পিএসজির জার্সিতে নেইমার। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) অনেক নাটকের পর বার্সেলোনা থেকে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) পা রেখেছে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। প্রায় দেড়মাস পার হয়ে গেলেও বার্সেলোনা যেন পিছুই ছাড়ছে না তার। নেইমার ও বার্সেলোনা সভাপতি হোসে মারিয়া বার্তোমেউয়ের মধ্যে বাক যুদ্ধ বিরামহীন চলছেই। এবার বার্সা সভাপতি নেইমারের সততা নিয়েই প্রশ্ন তুলে বসেছেন।

বিশ্ব রেকর্ড গড়া ২২২ মিলিয়ন ইউরো বদলি ফির বিনিময়ে বার্সেলোনা ছেড়ে পিএসজি যাবার পর থেকেই কাতালান ক্লাবের প্রধান কথার তীরে বারবার বিদ্ধ করছেন নেইমারকে। স্প্যানিশ এক সংবাদ মাধ্যমে বার্সা প্রধান বলেন, ‘আমরা তাদের (নেইমার ও তার উপদেষ্টা) বিশ্বাস করেছিলাম। যখন একজন খেলোয়াড় ক্লাব ছেড়ে যেতে চায়, তখন অবশ্যই তার সততা থাকতে হয়। যেমনটি অ্যালেক্সিস (সানচেজ), পেড্রো (রড্রিগেজ) বা চেস্ক (ফ্যাব্রিগাস) করেছেন। আমরা কখনো একজন খেলোয়াড়কে কষ্ট দিতে চাইতাম না, সেটি সুখকর নয়।’

বার্সেলোনার অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা আছে। ক্লাবের পক্ষ থেকে অবশ্য শুরু থেকেই বলা হচ্ছে, ইনিয়েস্তাকে ধরে রাখতে চায় তারা, সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন তারা। এ প্রসঙ্গে সভাপতি বলেন, ‘সে সিদ্ধান্ত নিবে যে সে কতদিন থাকতে চায়। আমি চাই, সে ক্লাবের সঙ্গেই থাকুক এবং একটা বিশেষ চুক্তি করুক।’ 

প্রিয় স্পোর্টস/আশরাফ

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...