রাজশাহীর অনুশীলনে মুস্তাফিজুর রহমান । ছবি: শামছুল হক রিপন

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষেই মাঠে নামছেন মুস্তাফিজ

মুস্তাফিজ যে ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট, সেটা বৃহস্পতিবারের অনুশীলনে বোঝা গেছে।

শান্ত মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৭, ১৬:৪৬ আপডেট: ১৯ আগস্ট ২০১৮, ০৯:৩২
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৭, ১৬:৪৬ আপডেট: ১৯ আগস্ট ২০১৮, ০৯:৩২


রাজশাহীর অনুশীলনে মুস্তাফিজুর রহমান । ছবি: শামছুল হক রিপন

(প্রিয়.কম, চট্টগ্রাম থেকে) বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়িয়েছে সেই চার নভেম্বর। ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে ২৪টি ম্যাচ। কিন্তু এখনও দর্শক সারিতে রাজশাহী কিংসের পেস আক্রমণের প্রধান অস্ত্র মুস্তাফিজুর রহমান। দলের বাজে অবস্থা, সাতটিতে মাত্র দুটি জয়। যা মুস্তাফিজের মাঠে ফেরার আকুতি আরও বাড়িয়ে দিয়েছে। অবশেষে তার অপেক্ষা শেষ হচ্ছে। ২৫ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষেই মাঠে নামছেন মুস্তাফিজ।

মুস্তাফিজ যে ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট, সেটা বৃহস্পতিবারের অনুশীলনে বোঝা গেছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলের সাথে নিয়মিত অনুশীলন না করলেও রানিং, ফিল্ডিং, বোলিং সবাই করেছেন বাঁহাতি এই পেসার। এদিন পূর্ণ গতিতে চার-পাঁচ ওভার বোলিং করেছেন রাজশাহীর এই পেসার। নিজেকে পুরোপুরি ফিট জানিয়ে মুস্তাফিজ বলেছেন, ‘কোনও সমস্যা নেই। সবকিছু ঠিকঠাক।’

সবকিছু ঠিকঠাক আছে, এমনটি জানালেন রাজশাহীর ফিজিও বায়েজেদুল ইসলামও। তিনি বলছেন, ‘দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর থেকে আমরা মুস্তাফিজকে দেখছি। ৮ তারিখের পর থেকে আমরা ওকে রাজশাহী দলের সঙ্গে রেখেছি। আমরা ওর পুনর্বাসনের পুরো কাজটা শেষ করেছি। আজ নিয়ে চার সেশন ধরে সে কোনও সমস্যা ছাড়াই পূর্ণ গতিতে বল করছে। আজ রানিং, ফিল্ডিংসহ সব পুরোপুরি করেছে। এখন পর্যন্ত কোনও সমস্যার কথা বলেনি সে।’

একজন ফিজিও হিসেবে মুস্তাফিজের ফিটনেসে আর কোনও সমস্যা দেখছেন না বায়েজিদ। যে কারণে মুস্তাফিজের ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি, ‘ফিজিওর দৃষ্টিকোণ থেকে আমি আত্মবিশ্বাসী। সহায়তা যতটুকু দিতে হয় সবটুকু দিয়েছি। আমরা যতগুলো পরীক্ষা করি তার সবগুলোতেই উতরে গেছে সে। আর শারীরিকভাবে ওর কোনও অভিযোগ নেই। আমরা বুঝতে পারছি সে মোটামুটি ঠিক আছে। আজ সে পাঁচ ওভার বোলিং করেছে।’

দক্ষিণ আফ্রিকা সফর থেকেই মাঠের বাইরে বাংলাদেশের এই পেসার। প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার পর গোড়ালির ইনজুরিতে পড়েন মুস্তাফিজ। অনুশীলনে গোড়ালিতে চোট পেয়ে শেষ হয়ে যায় তার দক্ষিণ আফ্রিকা সফর। এরপর কোনও ম্যাচ না খেললেও দলের সাথে ছিলেন আরও কয়েকটা দিন। ২২ সেপ্টেম্বর দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়ায় মন দেন তিনি। টানা এক মাসের পরিশ্রমের পর আবারও মাঠে ফেরার অপেক্ষায় কাটার মাস্টার।  

   

 

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...