সাজঘরে ফিরে যাচ্ছেন মুশফিকুর রহিম। ছবি: প্রিয়.কম

দিনের শুরুতেই ফিরে গেলেন মুশফিক

আউট হওয়ার আগে ১৬৬ বল মোকাবিলায় পাঁচ চারে ৬৮ রান করেন বাংলাদেশ অধিনায়ককে।

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১১:০৮ আপডেট: ১৫ আগস্ট ২০১৮, ০০:০০
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১১:০৮ আপডেট: ১৫ আগস্ট ২০১৮, ০০:০০


সাজঘরে ফিরে যাচ্ছেন মুশফিকুর রহিম। ছবি: প্রিয়.কম

(প্রিয়.কম) বড় সংগ্রহের লক্ষ্য নিয়েই আজ নাসির হোসেনকে সঙ্গে নিয়ে মাঠে নামেন অধিনায়ক মুশফিকুর রহিম। তবে ৬২ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করা মুশফিককে দ্বিতীয় দিন বেশিদূর যেতে দেননি গতকাল পাঁচ উইকেট পাওয়া নাথান লায়ন। দিনের প্রথম ওভারে বোলিং করতে এসে মুশফিককে সাজঘরে ফেরালেন তিনি।  

প্রথম দিনটা ভালোভাবেই পার করেছিলেন মুশফিক। দলীয় ১১৭ রানেই পাঁচ উইকেট হারিয়ে স্বাগতিকরা যখন দিশেহারা ঠিক তখনত্রাতার ভূমিকায় আগমন ঘটে সাব্বির রহমান আর মুশফিকুর রহিমের। ১০৫ রানের জুটি গড়ে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান এই দু’জন।

শেষ দিকে সাব্বির ফিরে গেলেও নাসির হোসেনকে সঙ্গে নিয়ে প্রথম দিন শেষে ২৫৩ রান জমা করেন স্কোরবোর্ডে। দ্বিতীয় দিনের শুরুতে তাই সবাই তাকিয়ে ছিল মুশফিকের দিকেই। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতে আক্রমণে এসেই মুশিকে ফেরালেন লায়ন।

অস্ট্রেলিয়ার ডানহাতি এই স্পিনারের বল ডিফেন্স করতে গিয়ে ব্যাট-প্যাডের ফাঁক গলে মুশফিকের স্টাম্পে আঘাত হানে। এটা ২৯ বছর বয়সী লায়নের ষষ্ঠ শিকার। আউট হওয়ার আগে ১৬৬ বল মোকাবিলায় পাঁচ চারে ৬৮ রান করেন বাংলাদেশ অধিনায়ককে।

১০৩ ওভার শেষে সাত উইকেটে বনাগ্লাদেশের সংগ্রহ ২৮২ রান। নাসির ৩৭ ও মেহেদী হাসান মিরাজ চার রানে ব্যাট করছেন।

প্রিয় স্পোর্টস/আশরাফ

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...