মুমিনুল হক। ছবি: প্রিয়.কম

টি-টোয়েন্টিতে তামিমের বদলি মুমিনুল

দক্ষিণ আফ্রিকায় সিরিজের শুরুতেই উরুতে চোট পান তামিম। প্রথম টেস্টেও এ নিয়ে ভুগতে হয়েছে তাকে। দ্বিতীয় টেস্টে মাঠে নামেননি। প্রথম ওয়ানডেতেও একই অবস্থা।

সামিউল ইসলাম শোভন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৭, ১৪:২৮ আপডেট: ১৫ আগস্ট ২০১৮, ০৩:১৬
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৭, ১৪:২৮ আপডেট: ১৫ আগস্ট ২০১৮, ০৩:১৬


মুমিনুল হক। ছবি: প্রিয়.কম

(প্রিয়.কম) যে কোনো সময় বাংলাদেশের বিমান ধরবেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। দক্ষিণ আফ্রিকায় উরুর ইনজুরিতে সফর শেষ করতে হচ্ছে তাকে। ওয়ানডের পর প্রোটিয়াদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সেখানে তামিমের বদলি হিসেবে জায়গা পেয়েছেন বাঁ-হাতি ব্যাটসম্যান মুমিনুল হক।

দলের ম্যানেজার ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন মুমিনুলের অন্তর্ভুক্তির খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওয়ানডে দলের সঙ্গে রয়েছে মুমিনুল। টি-টোয়েন্টিতে তামিমের জায়গায় সে দলে জায়গা পাবে।’

দক্ষিণ আফ্রিকায় সিরিজের শুরুতেই উরুতে চোট পান তামিম। প্রথম টেস্টেও এ নিয়ে ভুগতে হয়েছে তাকে। দ্বিতীয় টেস্টে মাঠে নামেননি। প্রথম ওয়ানডেতেও একই অবস্থা। দ্বিতীয় ওয়ানডেতে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে মাঠে নামেন, চোটও পান। ফলাফল, চার সপ্তাহের জন্য মাঠের বাইরে বাংলাদেশের সর্বকালের সেরা এই ব্যাটসম্যান।

প্রিয় স্পোর্টস/আশরাফ 

 

 

 

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...