আইফোন ৭ এ হেডফোন জ্যাক যুক্ত করলেন একজন ইঞ্জিনিয়ার।

যেভাবে আইফোন ৭ এ হেডফোন জ্যাক যুক্ত করলেন এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার (ভিডিও)

মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার স্কটি অ্যালেন চীনে ১৫ সপ্তাহ ব্যয় করে আইফোন ৭ এ হেডফোন যুক্ত করেছেন।

ফারজানা মাহাবুবা
সহ-সম্পাদক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৫৭ আপডেট: ০৫ আগস্ট ২০১৮, ১৬:৫৪
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৫৭ আপডেট: ০৫ আগস্ট ২০১৮, ১৬:৫৪


আইফোন ৭ এ হেডফোন জ্যাক যুক্ত করলেন একজন ইঞ্জিনিয়ার।

(প্রিয়.কম) টেক জায়ান্ট অ্যাপলের আইফোন ৭ স্মার্টফোনে নেই হেডফোন জ্যাক। তবে অনেক গ্রাহকেরই এই হেডফোন জ্যাক মোহ রয়েছে এখনও। আর তাই মার্কিন যুক্তরাষ্ট্রের স্কটি অ্যালেন নামের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার চীনে ১৫ সপ্তাহ ব্যয় করে আইফোন ৭ এ হেডফোন যুক্ত করেছেন। 

অ্যালেন নানা দুর্ঘটনা, বিপর্যয় এবং হাজার ডলার ব্যয় করে অবশেষে প্রায় অসম্ভব এই কাজটি করেছেন। আর এই অসম্ভব কাজটি সম্ভব হয়েছে আইফোন ৭ এর ভেতরে যথেষ্ট পরিমাণ স্পেস থাকায়। ভেতরে বাম পাশে থাকা স্পিকারের জায়গায় ছিল একটি ‘বায়োমেট্রিক ভেন্ট’ যা আসল স্পিকার নয়। অ্যালেন এটি তুলে ফেলেন এবং এখানে হেডফোন জ্যাকের জন্য জায়গা করে নেন। 

অ্যালেন বলেন, এই কাজ করতে গিয়ে তিনি তিনটি পুরো ফোন হারান। তবে তিনি কাজটি না হওয়া পর্যন্ত থেমে থাকবেন না বলে প্রতিজ্ঞা করেন এবং তিনি পেশাগত কোন টেকনিশিয়ান বা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার না হয়েও কাজটি সফলভাবে সম্পন্ন করেন। অ্যালেন আশা করেন অ্যাপল নতুন আইফোনে আবারও হেডফোন জ্যাক ফিরিয়ে আনবে।

ভিডিওঃ

সূত্র: ম্যাশেবল

প্রিয় টেক/মিজান

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...