চিটাগংয়ের অধিনায়ক মিসবাহ উল হক ও পেসার তাসকিন আহমেদ। ছবি: প্রিয়.কম

বিপিএল শুরু চিটাগং ভাইকিংসের, আগে ফিল্ডিংয়ে কুমিল্লা

গত চার নভেম্বর বিপিএলের চলতি আসরের পর্দা উঠলেও আজকেই প্রথম ব্যাট-বলের লড়াইয়ে মাঠে নেমেছে মিসবাহ উল হকের দল।

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৭, ১৩:৫৮ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ২১:০০
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৭, ১৩:৫৮ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ২১:০০


চিটাগংয়ের অধিনায়ক মিসবাহ উল হক ও পেসার তাসকিন আহমেদ। ছবি: প্রিয়.কম

(প্রিয়.কম) শনিবার পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের। তিনদিন পর মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে চিটাগং ভাইকিংস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চিটাগংয়ের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এদিন টসে জয়লাভ করেছেন কুমিল্লা অধিনায়ক মোহাম্মদ নবী। টসে জিতে এদিন আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কুমিল্লার।

আগের দুই বছর মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে খেললেও এ বছর তাকে ছাড়াই দল গুছিয়েছে কুমিল্লা। আইকন ক্রিকেটার হিসেবে বেছে নেয় তামিম ইকবালকে। কিন্তু ইনজুরির কারণে আপাতত দলের বাইরে তিনি। তাই দলের নেতৃত্বভার আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবীর উপর। যদিও আফগান এই অলরাউন্ডারের অধিনায়কত্বে চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের কাছে চার উইকেটে হেরেছে কুমিল্লা।

নবী ছাড়াও এদিন কুমিল্লা দলে আছেন মারলন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভো, রশিদ খান, জস বাটলারের মতো অভিজ্ঞ বিদেশি ক্রিকেটার। দেশীয় খেলোয়াড়ের তালিকাও কম সমৃদ্ধ নয় কুমিল্লার। ইমরুল কায়েস, লিটন দাস, আরাফাত সানি, অলক কাপালি, মোহাম্মদ সাইফুদ্দিনের মতো ক্রিকেটাররা যে কোন সময়ই ম্যাচের চেহারা পাল্টে দিতে পারেন।  

অন্যদিকে গত চার নভেম্বর বিপিএলের চলতি আসর মাঠে গড়ালেও আজকেই প্রথম ব্যাট-বলের লড়াইয়ে নেমেছে মিসবাহ উল হকের দল। দলটির আইকন খেলোয়াড় হিসেবে রয়েছেন সৌম্য সরকার। এছাড়াও দলে রয়েছেন তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, শুভাশিস রায়, সিকান্দার রাজা, লুক রঞ্চি সহ দেশি-বিদেশি তারকা ক্রিকেটাররা। নিজেদের প্রথম ম্যাচে জয় পেতে আত্মবিশ্বাসী মিসবাহ উল হকের দল।

চিটাগং ভাইকিংস: এনামুল হক বিজয়, সৌম্য সরকার, লুক রঞ্চি, মিসবাহ উল হক (অধিনায়ক), দিলশান মুনাবীরা, লুইস রিস, সিকান্দার রাজা, সোহরাওয়ার্দি শুভ, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ইমরুল কায়েস, লিটন দাস, মারলন স্যামুয়েলস, আরাফাত সানি, অলক কাপালী, জস বাটলার, মোহাম্মদ নবী (আফগানিস্তান, অধিনায়ক), ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ সাইফউদ্দিন, আল আমিন হোসেন, রশিদ খান (আফগানিস্তান)।

প্রিয় স্পোর্টস/শান্ত মাহমুদ

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...