এইচপি'র প্রধান নির্বাহী মেগ হুইটম্যান। সংগৃহীত ছবি।

প্রধান নির্বাহীর পদ থেকে সরে যাচ্ছেন এইচপি’র মেগ হুইটম্যান

সিলিকন ভ্যালির সেরা পরিচিত নির্বাহী এবং এইচপি'র প্রধান নির্বাহী কর্মকর্তা ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠান ছেড়ে যাচ্ছেন। হুইটম্যানের জায়গায় স্থলাভিষিক্ত হবেন অ্যান্টনিও নেরি।

ফারজানা মাহাবুবা
সহ-সম্পাদক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৭, ১৩:৪২ আপডেট: ১৯ আগস্ট ২০১৮, ১৬:৩২
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৭, ১৩:৪২ আপডেট: ১৯ আগস্ট ২০১৮, ১৬:৩২


এইচপি'র প্রধান নির্বাহী মেগ হুইটম্যান। সংগৃহীত ছবি।

(প্রিয়.কম) মার্কিন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান হিউলেট প্যাকার্ড ইন্টারপ্রাইজ (এইচপি) এক অনাকাঙ্ক্ষিত ঘোষণা দিয়েছে। সিলিকন ভ্যালির সেরা পরিচিত নির্বাহী এবং এইচপি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মেগ হুইটম্যান ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠান ছেড়ে যাচ্ছেন। হুইটম্যানের জায়গায় স্থলাভিষিক্ত হবেন অ্যান্টনিও নেরি। তিনি বর্তমানে প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট পদে রয়েছেন।

৬১ বছর বয়সী হুইটম্যান ২০১১ সালে এইচপি’র দায়িত্ব নেওয়ার পর বিশাল পরিবর্তন নিয়ে আসেন। তিনি এইচপি থেকে হাজার হাজার কর্মীকে ছাঁটাই করেছেন। তিনি প্রতিষ্ঠানটিকে বিভক্ত করে পিসি এবং প্রিন্টার ব্যবসা এবং এইচপি এন্টারপ্রাইজ আলাদা করেন। এছাড়াও এইচপি’র বিভিন্ন ব্যবসা বিভাগকে আলাদা করে পরিচালনা করেন। 

হুইটম্যান তার পদত্যাগের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে বলেন, ‘অ্যান্টিনিও এবং নতুন প্রজন্মের নেতাদের জন্য এইচপি নিয়ন্ত্রণে নেওয়ার এখনই সঠিক সময়’। 

সম্প্রতি হুইটম্যান উবারের প্রধান নির্বাহী পদের জন্য ইন্টারভিউ দিয়েছিলেন। যদিও তিনি সেসময় উবারে যোগ দেননি। 

সূত্র: বিজনেস ইনসাইডার

প্রিয় টেক/আশরাফ

 

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...