কুড়ি বছর পর মনে পড়ল গাড়ি কোথায় রেখেছিলেন। ছবি গেটি ইমেজ থেকে সংগৃহীত।

কুড়ি বছর পর মনে পড়ল গাড়ি কোথায় রেখেছিলেন!

তাই বলে কেউ গাড়ি পার্কিং করে ২০ বছর ধরেও যদি মনে না করতে পারেন! তাহলে তা কি হাস্যকর ব্যাপার হবে নাকি বিস্ময়কর? যাই হোক অতঃপর গাড়িটি খুঁজে পাওয়া গেল এ দুই দশক পর

তাশফিন ত্রপা
ফিচার লেখক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৭, ১৬:৩২ আপডেট: ১৭ আগস্ট ২০১৮, ১৯:০০
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৭, ১৬:৩২ আপডেট: ১৭ আগস্ট ২০১৮, ১৯:০০


কুড়ি বছর পর মনে পড়ল গাড়ি কোথায় রেখেছিলেন। ছবি গেটি ইমেজ থেকে সংগৃহীত।

(প্রিয়.কম) ভুলে যাওয়ার স্বভাব তো সবারই আছেতাই বলে কেউ গাড়ি পার্কিং করে ২০ বছর ধরেও যদি মনে না করতে পারেন, তাহলে তা কি হাস্যকর ব্যাপার হবে, নাকি বিস্ময়কর? যাই হোক এ রকম এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন জার্মানে বসবাসকারী এক ব্যক্তি। ঘটনাটি ১৯৯৭ সালের। আজ থেকে প্রা দুই দশক পূর্বে জার্মানের ফ্রাংকফুর্ট শহরে এক ব্যক্তি কিছুক্ষনের জন্য পার্ক করে রেখে গিয়েছিলেন নিজের গাড়িটি। কিন্তু ফিরে এসে তিনি আর কোনোভাবেই মনে করতে পারছিলেন না গাড়িটি কোথায় রেখেছিলেন। তবে হ্যাঁ, গাড়িটি খুঁজে বের করার জন্য বেচারা কম চেষ্টা করেনি। শেষ পর্যন্ত বহু চেষ্টা করেও যখন তিনি মনে করতে ব্যর্থ হন, তখন তিনি গাড়ি চুরি যাওয়ার একটা অভিযোগ দিয়ে আসেন থানায়। যদিও এটি কোনো চুরি যাওয়া ঘটনা ছিলনা, বরঞ্চ নিছক ভুলে যাওয়ার বিষয়ই ছিল।

কুড়ি বছর পর ঐ গাড়ি আর গাড়ি নেই, রীতিমত আস্তাকুড়ের আবর্জনা হয়ে গেছে। ছবি গেটি ইমেজ থেকে সংগৃহীত। 

তবে এবার আপনাকে একটু তো অবাক হতেই হবে, কারণ সেই মনে করতে না পারা পার্কিং করা গাড়িটির খোঁজ মিলেছে সম্প্রতি। কিন্তু এ দীর্ঘ কুড়ি বছর পর ঐ গাড়ি আর গাড়ি নেই, রীতিমত আস্তাকুড়ের আবর্জনা হয়ে গেছে। আর ঐ গাড়ির মালিকের বয়স এসে ঠেকেছে ৭৬ এর ঘরে। আরো হাস্যকর ব্যপার হচ্ছে আজ এতো বছর পর তার মনে পড়েছে আসলে তিনি গাড়িটি তখন কোথায় রেখে গিয়েছিলেন। সম্প্রতি ফ্রাংকফুর্ট শহরের একটি শিল্প ভবনের গ্যারেজে থেকে ঐ হারিয়ে যাওয়া গাড়িটির ধ্বংসবশেষ খুঁজে বের করেছে জার্মান পুলিশ

সূত্র: মেট্রো।   

প্রিয় জটিল/সিফাত বিনতে ওয়াহিদ  

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...