গুলি করে মারা হয়েছে ঘাতক চিতাটিকে। ছবি: সংগৃহীত

গুলি করে মারা হলো সাতজন মানুষের ঘাতক চিতাকে

অবশেষে মারা হলো ঘাতক চিতাটিকে। গত একমাসে এই চিতাটি শিশু ও নারীসহ ৭ জনকে হত্যা করেছে।

আশরাফ ইসলাম
সহ-সম্পাদক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৭, ১৩:০৭ আপডেট: ১৮ আগস্ট ২০১৮, ১১:৩২
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৭, ১৩:০৭ আপডেট: ১৮ আগস্ট ২০১৮, ১১:৩২


গুলি করে মারা হয়েছে ঘাতক চিতাটিকে। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) অবশেষে মারা হলো ঘাতক চিতাটিকে। গত একমাসে ভারতেমহারাষ্ট্রে এই চিতাটি তান্ডব চালিয়ে শিশু ও নারীসহ ৭ জনকে হত্যা করেছে।

৯ ডিসেম্বর শনিবার রাতে জলগাঁও জেলার ভারখেড়ে গ্রামে বন কর্মকর্তারা গুলি করে মারে ওই চিতাবাঘটিকে।

বন কর্মকর্তা রাম রাও জানানা, চিতাটিকে মারতে ৩ জন শ্যুটারকে আনা হয় নয়াদিল্লি ও হায়দরাবাদ থেকে। রাতে চিতাটিকে মালিক নামের একজন শ্যুটার দেখতে পান। সঙ্গে সঙ্গে গুলি করে ওই চিতাটিকে মেরে ফেলেন তিনি। 

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে জানা গেছে, সর্বশেষ গত বৃহস্পতিবার ৬ বছরের এক শিশুকে এই চিতাটি মেরে ফেললে বন কর্মকর্তারা সিদ্ধান্ত নেন জন্তুটিকে মেরে ফেলার।

প্রিয় সংবাদ/মিজান

 

 

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...