স্কুলবাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষ। ছবি: রয়টার্স

ফ্রান্সে ট্রেনের ধাক্কায় স্কুলবাস দুই ভাগ হয়ে ৪ শিশু নিহত

ওই বাসে ১৩ থেকে ১৭ বছর বয়সী স্কুলশিক্ষার্থীরা ছিলেন। আরোহী ১৬ জনের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

ইতি আফরোজ
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৭, ১১:৫৬ আপডেট: ১৭ আগস্ট ২০১৮, ১৫:৩২
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৭, ১১:৫৬ আপডেট: ১৭ আগস্ট ২০১৮, ১৫:৩২


স্কুলবাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষ। ছবি: রয়টার্স

(প্রিয়.কম) ফ্রান্সের দক্ষিণপশ্চিমাঞ্চলে ট্রেনের ধাক্কায় স্কুলবাস দুই ভাগ হয়ে কমপক্ষে ৪ জন শিশু নিহত হয়েছে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও সাত শিশু।

১৪ ডিসেম্বর বৃহস্পতিবার দেশটির প্যাকিনো শহরের কাছে হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্সেএক প্রতিবেদনে বলা হয়েছে, টিভি ছবিতে ওই রেল ক্রসিং পাশে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার গাড়ির দীর্ঘ লাইন এবং দুই ভাগ হওয়া বাস দেখা গেছে।

এ দুর্ঘটনাকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে এতে নিহতদের প্রতি শোক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই বাসে ১৩ থেকে ১৭ বছর বয়সী স্কুলশিক্ষার্থীরা ছিলেন। আরোহী ১৬ জনের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। তবে এই দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন।

রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানি এসএনসিএফের একজন মুখপাত্র জানিয়েছেন, ট্রেনটি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে চলছিল এবং তাতে ২৫ জন আরোহী ছিলেন। 

প্রিয় সংবাদ/

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...